Naseeruddin Shah message for Ballygunge Voters: বালিগঞ্জের উপনির্বাচন নিয়ে বড় বার্তা নাসিরুদ্দিন শাহের! কী আবেদন প্রবীণ অভিনেতার?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আগামী ১২ এপ্রিল বালিগঞ্জে বিধানসভা উপনির্বাচন৷ তৃণমূলের বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে কঠিন লড়াই সায়রা শাহ হালিমের (Naseeruddin Shah appeals for Saira Shah Halim)৷
#কলকাতা: সম্পর্কে নিজের ভাইঝি৷ বালিগঞ্জের সিপিএম প্রার্থী সেই সায়রা শাহ হালিমের (Saira Shah Haleem) সমর্থনে এবার বার্তা দিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)৷ একটি ভিডিও বার্তায় এ দিন সিপিএম প্রার্থীর সমর্থনে সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন প্রবীণ অভিনেতা (Ballygunge Bye Election)৷
নাসিরুদ্দিন শাহ বলেছেন, 'আমি কোনও রাজনৈতিক দলের সমর্থক নই৷ কিন্তু বালিগঞ্জের ভোটারদের সামনে খুব সহজ বিকল্প রয়েছে৷ নিজেদের প্রতিনিধি হিসেবে আপনারা কাকে বেছে নেবেন? একজন সংবেদনশীল, সহমর্মী মানুষকে যিনি আপনাদের প্রতি দায়বদ্ধ থাকবেন? নাকি রং বদলে ফেলা সুযোগ সন্ধানী এমন কাউকে যে ধারাবাহিক ভাবে ঘৃনা ছড়িয়ে এসেছেন?' নাসিরুদ্দিন শাহ আরও বলেন, 'কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয়, আমি নিজে ব্যক্তিগত ভাবে বালিগঞ্জ উপনির্বাচনের জন্য সায়রা শাহ হালিমের সমর্থনে আবেদন জানাচ্ছি৷'
advertisement
#NaseerUddinShah appeals to the voters of #ballygungeConstituency to #vote4SairaShahHalim pic.twitter.com/KzcYglWRo2
— Saira Shah Halim سائرہ 🇮🇳 (@sairashahhalim) April 4, 2022
advertisement
সায়রা শাহ হালিম এবং তাঁর স্বামী ও সিপিএম নেতা, চিকিৎসক ফুয়াদ হালিম যেভাবে বছরের পর বছর সমাজের প্রান্তিক শ্রেণিক মানুষের সাহায্যে ডায়ালিসিস পরিষেবা দিয়ে আসছেন, তারও প্রশংসা করেছেন নাসিরুদ্দিন শাহ৷
advertisement
শুধু নাসিরুদ্দিন শাহ নন, তাঁর স্ত্রী রত্না পাঠক শাহও সায়রা শাহ হালিমের সমর্থনে আবেদন জানিয়েছেন৷ ভিডিও বার্তায় নাসিরুদ্দিন জায়া বলেন, 'পারিবারিক সম্পর্ক দূরে সরিয়ে রেখেই বলছি, সায়রা শাহ হালিম সবসময় সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের পাশে থাকেন৷ সর্বদা তাঁর মধ্যে এই কাজের জন্য বিশ্বাসযোগ্যতা ও সাহস দেখেছি৷ আমাদের অধিকার রক্ষায় তিনি সর্বদা সরব থেকেছেন৷'
advertisement
আগামী ১২ এপ্রিল বালিগঞ্জে বিধানসভা উপনির্বাচন৷ তৃণমূলের বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে কঠিন লড়াই সায়রা শাহ হালিমের৷ এই কেন্দ্রে বিজেপি-র প্রার্থী কেয়া ঘোষ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 04, 2022 8:59 PM IST