২০১৪-র পর ব্রিগেডে মোদির সভা, ৩ এপ্রিল রাজ্যে মোদির জোড়া সভা

Last Updated:
#কলকাতা: ৩ এপ্রিল রাজ্যে নরেন্দ্র মোদির জোড়া সভা। উত্তরবঙ্গের শিলিগুড়ি ও দক্ষিণবঙ্গে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা ঘিরে চলছে প্রস্তুতি। শনিবারই উত্তরবঙ্গের জন্য কাওয়াখালির মাঠ চূড়ান্ত হয়। তারপরেই শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। ব্রিগেডে নরেন্দ্র মোদির সভা ঘিরেও জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।
২০১৪-র পর ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদি। সেই সভা ঘিরে বিজেপির প্রস্তুতি তুঙ্গে। রবিবার সকালে ব্রিগেডে বৈঠক করে এসপিজি, কলকাতা পুলিশের আধিকারিক, সেনা। ছিলেন স্বাস্থ্য দফতরের কর্তারাও। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে বৈঠক। এরপর মাঠ ঘুরে দেখেন তাঁরা। মঞ্চের খুঁটিনাটিও খতিয়ে দেখে এসপিজি।
ব্রিগেডে তৈরি হচ্ছে তিনটি মঞ্চ। মূল মঞ্চে থাকবেন নরেন্দ্র মোদি। একটি মঞ্চে থাকবেন রাজ্য ও কেন্দ্রীয় নেতারা। আর তৃতীয় মঞ্চে থাকবেন প্রার্থীরা। এছাড়াও সভায় উপস্থিত দলীয় কর্মীদের জন্য তৈরি হচ্ছে ৯টি শামিয়ানা। প্রস্তুতির কাজ খতিয়ে দেখে এসপিজি।
advertisement
advertisement
এ রাজ্যে মোদির গত কয়েকটি সভায় সমস্যা তৈরি হয়েছিল। মেদিনীপুরে সভা চলাকালীন ভেঙে পড়েছিল শামিয়ানা। ঠাকুরনগরের সভায় চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। সেসব কথা মাথায় রেখেই ব্রিগেডের সভার প্রস্তুতি নিচ্ছেন বিজেপি নেতারা।
শনিবারই শিলিগুড়িতে মোদির সভার মাঠ নিয়ে জটিলতা কাটে। কাওয়াখালির শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির মাঠেই সভা চূড়ান্ত হয়। রবিবার সকাল থেকেই সেখানে চলছে তারও প্রস্তুতি। তবে মাঠের অনুমতি পেলেও ব্রিগেডের মতো তিনটি মঞ্চ ও শামিয়ানার অনুমতি এখনও মেলেনি। শুধুমাত্র দু'টি মঞ্চের অনুমতি মিলেছে।ভোটের প্রচারে একই দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে মোদির সভা সফল করাটাই এখন রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
২০১৪-র পর ব্রিগেডে মোদির সভা, ৩ এপ্রিল রাজ্যে মোদির জোড়া সভা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement