Nabanna: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে নবান্নে জরুরি বৈঠক... সীমান্তের জেলা নিয়ে বিশেষ নির্দেশ

Last Updated:

সীমান্তবর্তী জেলাগুলিকে সতর্ক থাকতে হবে। কোনওরকম ইনফরমেশন এলে তা সঙ্গে সঙ্গে ডিজি কন্ট্রোল রুমে পাঠাতে হবে।

নবান্নে জরুরি বৈঠক
নবান্নে জরুরি বৈঠক
কলকাতা: রাজ্যের বিভিন্ন  জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। নিরাপত্তা, প্রস্তুতি, বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।  বিভিন্ন জেলায় জেলায় কী কী প্রস্তুতি নেওয়া প্রয়োজন তা নিয়েই বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়। বৈঠকে ছিলেন বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকেরাও। জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনাররা ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন বলেই নবান্ন সূত্রে খবর।
বলা হয়,
সীমান্তবর্তী জেলাগুলিকে সতর্ক থাকতে হবে।
advertisement
কোনওরকম ইনফরমেশন এলে তা সঙ্গে সঙ্গে ডিজি কন্ট্রোল রুমে পাঠাতে হবে।
সীমান্তবর্তী জেলাগুলি থেকে যে ইনফরমেশন আসবে অনেক ক্ষেত্রেই ভুয়ো হতে পারে, তা নিয়ে সতর্ক থাকতে হবে।
জেলাশাসক, পুলিশ সুপারদের বৈঠকে উপস্থিত থাকতে হবে।
সীমান্তবর্তী জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
বিপর্যয় মোকাবিলার সব রকমের ব্যবস্থা নিয়ে রাখতে হবে।
এদিন প্রায় এক ঘন্টা নবান্ন থেকে এই বৈঠক করেন মুখ্য সচিব। প্রথমে শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নিয়ে বৈঠক করেন। তারপরেই রাজ্যের মুখ্য সচিব বিভিন্ন জেলাগুলিকে নিয়ে এই জরুরি বৈঠক করেন।
advertisement
উল্লেখ্য, শনিবার সংঘর্ষবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাকিস্তানের প্রস্তাবে সাড়া দিয়ে বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল ভারতও৷ কিন্তু তার পর তিন ঘণ্টা কাটতে না কাটতেই সংঘর্ষবিরতি ভেঙে ফের জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাক বাহিনীর বিরুদ্ধে ফের গোলাগুলি ছড়ার অভিযোগ উঠল৷ বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরেও৷ শ্রীনগরে সেনাবাহিনীর সদর দফতরের কাছেই চারটি পাকিস্তানি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে খবর৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে নবান্নে জরুরি বৈঠক... সীমান্তের জেলা নিয়ে বিশেষ নির্দেশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement