Nabanna: ভূগর্ভস্থ জলস্তর সংরক্ষণে বড় সিদ্ধান্ত নবান্নর, কোথায় করতে হবে পুকুর খনন? গুরুত্বপূর্ণ নির্দেশ জেলায় জেলায়

Last Updated:

Nabanna: রাজ্যের তরফে জেলাশাসকদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের "অ্যাকুইফার ম্যাপিং" এর চিহ্নিত করার রিচার্জ জনে পুকুর খননের কাজ করতে হবে।

মুখ্যসচিব কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন বলেই নবান্ন সূত্রে খবর
মুখ্যসচিব কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন বলেই নবান্ন সূত্রে খবর
ভূগর্ভস্থ জলস্তর বিশেষ করে মিষ্টি জলের ভাণ্ডার সুরক্ষাই এখন চ্যালেঞ্জ। ইতিমধ্যেই কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড ভূগর্ভস্থ জলস্তরের অবস্থান চিহ্নিত করতে ‘অ্যাকুইফার ম্যাপিং’ এর কাজ শুরু করেছে। বিজ্ঞানসম্মতভাবে এই জলস্তর সুরক্ষায় রিচার্জিং সেন্টার তৈরির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যেখানে পুকুর বা জলশয় খনন করে বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে ভূগর্ভের জলস্তর রিচার্জ করা হবে। রাজ্য জলসম্পদ অনুসন্ধান দফতর থেকে জেলাশাসকদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হল, কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের অ্যাকুইফার ম্যাপিংয়ের চিহ্নিত করা রিচার্জিং জোনেই পুকুর খননের কাজ করতে হবে। সংশ্লিষ্ট আধিকারিকদের এ ব্যাপারে জল শক্তি মন্ত্রকের ম্যাপিং সংগ্রহ করে সচেতন করতে হবে।
প্রতিবছরই এই দফতর থেকে একশো দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পকে সামনে রেখে সেচের জন্য পুকুর খনন করে। সেটাকেই রিচার্জিং সেন্টারের হাতিয়ার করতে চায় রাজ্য। দফতরের আধিকারিকদের কথায়, কলকাতার রিচার্জিং জোন হিসেবে চিহ্নিত হয়েছে কল্যাণী। অর্থাৎ কলকাতার ভূগর্ভের জল সংরক্ষণ করতে কল্যাণীতে পুকুর কাটতে হবে।সম্প্রতি এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যসচিব কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
advertisement
মঙ্গলবারও এক প্রস্থ বৈঠক হয়েছে বলেও জানা গিয়েছে। মূলত ভূগর্ভস্থ জলস্তর সংরক্ষণ করতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সহযোগিতা করতে হবে-তেমনটাই বার্তা জেলাশাসকদের দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। রাজ্যের জনসম্পদ দফতরের তরফে ইতিমধ্যেই ১০০ দিনের গ্রামীণ প্রকল্পের অধীনে পুকুর খননের কাজ রয়েছে। কিন্তু এ বার পুকুর খননের কাজ করতে গেলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে যে নির্দেশ এসেছে, সেই নির্দেশ মেনে চলতে হবে বলেও এদিনের নির্দেশিকায়  বলা হয়েছে বলেই মনে করছে প্রশাসনিক মহল। মূলত ‘জল ধরো জল ভরো’ প্রকল্পে এই পুকুর খননের কাজ করা হয় রাজ্যে। মনে করা হচ্ছে এই দিনের এই নির্দেশিকার মাধ্যমে জেলাশাসকদের স্পষ্ট বার্তা দেওয়া হল ভূগর্ভস্থ জলস্তর সংরক্ষণ করতে কেন্দ্রের এই পরামর্শ মানতেই হবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna: ভূগর্ভস্থ জলস্তর সংরক্ষণে বড় সিদ্ধান্ত নবান্নর, কোথায় করতে হবে পুকুর খনন? গুরুত্বপূর্ণ নির্দেশ জেলায় জেলায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement