Fake Drugs: জাল ওষুধের বিরুদ্ধে অভিযান চলবে, মুখ্য সচিবের নির্দেশে কড়া প্রশাসন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
জাল ওষুধ নিয়ে তৎপর প্রশাসন, জাল ওষুধ ঘিরে এবার কড়া মনোভাব নবান্নের। গোটা রাজ্যজুড়ে জাল ওষুধ ঘিরে নজরদারি চালিয়ে যেতে হবে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
কলকাতা: জাল ওষুধ নিয়ে তৎপর প্রশাসন, জাল ওষুধ ঘিরে এবার কড়া মনোভাব নবান্নের। গোটা রাজ্যজুড়ে জাল ওষুধ ঘিরে নজরদারি চালিয়ে যেতে হবে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
এই প্রসঙ্গে জানা গিয়েছে,যে ওষুধগুলি ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে সেই ওষুধগুলি ব্যবহার হচ্ছে তার উপরেও নজরদারি চালাতে হবে। সেগুলোতে নজরদারি হচ্ছে নাকি তা দেখতে হবে। তার সম্পূর্ণ রিপোর্ট দিতে হবে। জেলাশাসক ,অতিরিক্ত জেলাশাসক, ১২ টি দফতরের সচিবদের নিয়ে বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। এমনটাই খবর নবান্ন সূত্রে।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল বিকেলে উল্টোডাঙার মুচিবাজার এলাকার দুই সংস্থার গোডাউনে তল্লাশি চালায় রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। প্রাথমিক তদন্তে জাল ওষুধ বিক্রির প্রমাণ উঠে আসায় দুই হোলসেলার সংস্থার গোডাউন সিল করে রাজ্য।
advertisement
আপাতত তাঁরা ওই গোডাউন থেকে কোন কাজ করতে পারবেন না। ডিডি ফার্মা ও জয়সওয়াল ফার্মা এই দুই সংস্থায় তল্লাশি চালানো হয় বলেই সূত্রের খবর। ওই দুই সংস্থার লাইসেন্স বাতিলও করতে চলেছে রাজ্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 19, 2025 7:32 PM IST