West Bengal SUCI Bandh:অনুপস্থিত থাকলে শোকজ! SUCI-এর বনধের প্রভাব পড়ল না নবান্নে, কী ছবি রাজ্যের?

Last Updated:

West Bengal SUCI Bandh: SUCI-এর ডাকে ডাকে ১২ ঘণ্টার ধর্মঘট হলেও অন্যান্য দিনের মতোই স্বাভাবিক নবান্ন। শুক্রবার নবান্নে উপস্থিতির হার ৯৪% এরও বেশি। বিদ্যুৎ ভবন, বিকাশ ভবন-সহ বিভিন্ন দফতরে উপস্থিতির হার ৯৫ শতাংশেরও বেশি।

SUCI-এর বন্ধের প্রভাব পড়ল না নবান্নে, কী ছবি রাজ্যের?
SUCI-এর বন্ধের প্রভাব পড়ল না নবান্নে, কী ছবি রাজ্যের?
কলকাতা: SUCI-এর ডাকে ডাকে ১২ ঘণ্টার ধর্মঘট হলেও অন্যান্য দিনের মতোই স্বাভাবিক নবান্ন। শুক্রবার নবান্নে উপস্থিতির হার ৯৪% এরও বেশি। বিদ্যুৎ ভবন, বিকাশ ভবন-সহ বিভিন্ন দফতরে উপস্থিতির হার ৯৫ শতাংশেরও বেশি। এমনই রিপোর্ট বিভিন্ন দফতর থেকে এসেছে নবান্নে। এ দিন অনুপস্থিত থাকলে শোকজ করা হবে বলে কড়া নির্দেশিকা জারি করে নবান্ন।
আরজি কর কাণ্ডের পর গত ১৪ অগাস্ট রাত দখলের লড়াইয়ে কিছু দুষ্কৃতী হামলা চালায় আরজিকর মেডিক্যাল কলেজে। এমার্জেন্সি বিভাগ,পুলিশ ব্যারাক বাদ পড়েনি মেডিসিন বিভাগ। এই নিন্দাজনক ঘটনায় ১৬ অগাস্ট বাম (SUCI) এবং বিজেপি যৌথভাবে বন্ধের ডাক দেয়। যদিও সেই বন্ধের প্রভাব কলকাতায় তেমন ভাবে পড়েনি। মেট্রো এবং বেসরকারি বাস পরিষেবাও স্বাভাবিক রয়েছে। দক্ষিণে শহরতলির ছবিও স্বাভাবিক। বারাসাতে খোলা স্কুল কলেজ, বন্ধের মধ্যে দিয়েই পড়ুয়া, অফিস যাত্রীরা পৌঁছচ্ছে নিজ নিজ গন্তব্যে।
advertisement
advertisement
তবে সরকারি বাসে দেখা গিয়েছে নিরাপত্তার ছবি, ড্রাইভার রীতিমতো হেলমেট পড়ে বাস চালাচ্ছেন। তিনি জানান, বনধ চলছে। তবে সরকারি নির্দেশ মোতাবেক বনধ সম্পূর্ণ অমান্যের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। তার পরও কিছুটা হলেও নিরাপত্তাহীন। তাই হেলমেট পরে বাস চালাচ্ছেন।
advertisement
আরজি করের ঘটনার প্রতিবাদে SUCI ডাকা ১২ ঘণ্টা বন্ধের মিশ্র প্রতিক্রিয়া কোচবিহারে। বেসরকারি পরিবহন রাস্তায় সেভাবে না থাকলেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সরকারি বাস সকাল থেকেই সময় মতো চলছে। বনধকে কেন্দ্রে করে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ। হেলমেট পড়ে NBSTC-র চালকরা বাস চালাচ্ছেন। বন্ধের সমর্থনে মিছিল বের করাকে কেন্দ্রে করে উত্তেজনা ছড়ায় কোচবিহারে। শহরের পুলিশ মিছিল আটকে দেয়। আটক করে বনধ সমর্থনকারীদের।
advertisement
আরজি কর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে ইউসিআই ১২ ঘণ্টার সারা বাংলা বন্ধের ডাক দিয়েছে,আর তারই সমর্থনে শুক্রবার সকাল থেকেই জয়নগরের বহুড়ু মোড় ও দক্ষিণ বারাসত কুল্পী রোডের দু’জাগায় রাস্তা অবরোধ এসইউসিআই সমর্থকদের। SUCI-র ডাকা বনধে মিশ্র প্রতিক্রিয়া শিলিগুড়িতে। বন্ধের সমর্থনে মিছিল শহরেও।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal SUCI Bandh:অনুপস্থিত থাকলে শোকজ! SUCI-এর বনধের প্রভাব পড়ল না নবান্নে, কী ছবি রাজ্যের?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement