Nabanna Abhijan Traffic Updates: নবান্ন এলাকায় ১৬৩ ধারা! যান চলাচলে কড়া বিধিনিষেধ! কোন কোন রাস্তায় নো এন্ট্রি? কোন রাস্তা এড়াবেন? জানুন ট্রাফিক আপডেট

Last Updated:

Nabanna Abhijan Traffic Updates: বাড়িতে বাড়িতেও থাকছে নজরদারি। অযাচিত ব্যক্তি প্রবেশ আটকানো হবে। জিজ্ঞাসাবাদ করা হবে মনে হলে। নবান্ন ও আশেপাশে ১৬৩ ধারা জারি রয়েছে। নতুন গাড়ি ওই এলাকায় ঢুকতে দেওয়া হবে না।

যান চলাচলে কড়া বিধিনিষেধ
যান চলাচলে কড়া বিধিনিষেধ
কলকাতা: ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি সংগঠনের ডাকে আজ মঙ্গলবার নবান্ন অভিযান। হাওড়া-কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিলের সম্ভাবনা রয়েছে। সেই কারণে কলকাতা ও হাওড়ার বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে। নেওয়া হয়েছে কঠোর বিধিনিষেধ।
লালবাজার ট্রাফিক সূত্র জানাচ্ছে, সোমবার রাত আটটা থেকে শালিমার, খিদিরপুর, এফসিআই-সহ এমারজেন্সি সার্ভিস ছাড়া সব লরি নো-এন্ট্রি। আন্দুল রোডের আলমপুর, কোনা রোডের নিবড়া থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে নিবেদিতা সেতুর দিকে।
advertisement
advertisement
নবান্ন এলাকায় ৫০০ বেশি সাদা পোষাকের পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় বাড়িতে বাড়িতেও থাকছে নজরদারি। অযাচিত ব্যক্তি প্রবেশ আটকানো হবে। জিজ্ঞাসাবাদ করা হবে মনে হলে। নবান্ন ও আশেপাশে ১৬৩ ধারা জারি রয়েছে। নতুন গাড়ি ওই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। বৈধ কারণ দেখাতে পারলে তবেই প্রবেশের অনুমতি। আন্দুল রোড ও কোনা রোডে যে বাস চলাচল করবে মঙ্গলবার সেখানেও সাদা পোষাকের পুলিশ মোতায়েন করা হয়েছে।
advertisement
নাকা চেকিং পয়েন্ট থাকছে :
আন্দুল রোডের লক্ষ্মী নারায়ণ তলা মোড়।
কাজীপাড়া।
কোনা রোডের সাঁতরাগাছি ও নিবড়া।
ব্যারিকেডের মোট তিনটি স্তর থাকবে। কিউ আর টি,৩ আইপিএস, ৫ ডিএসপি ও একাধিক আইসি, ওসির নেতৃত্বে থাকবে বিশাল পুলিশ বাহিনী। দুইয়ের বেশি জল কামান রাখা থাকবে।
হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, কোনা এক্সপ্রেসওয়ে, ফোরশোর রোড ও ময়দানে ব্যারিকেড করা হবে। পুলিশ, র‍্যাফের পাশাপাশি কমব্যাট ফোর্স মোতায়েন করা হবে। থাকছে জলকামানও।
advertisement
মঙ্গলবারের নবান্ন অভিযান ঘিরে সতর্ক প্রশাসন। কলকাতার বিভিন্ন রাস্তায় পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ জারি করল কলকাতা ট্রাফিক পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ভোর চারটে থেকে রাত ১০টা পর্যন্ত কোন কোন রাস্তায় পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে রয়েছে –
advertisement
দ্বিতীয় হুগলি সেতু এবং র‍্যাম্প,
খিদিরপুর রোড,
তারাতলা রোড,
ডায়মন্ড হারবার রোড,
গার্ডেনরিচ রোড,
হাইড রোড
রিমাউন্ট রোড
এ ছাড়াও, আজ পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ জারি থাকছে জওহরলাল নেহরু রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, রেড রোড, মেয়ো রোড, আউট্রাম রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্স ওয়ে, ক্যাথিড্রাল রোড ও এজেসি বোস রোডে। এমনটাই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।
advertisement
এদিকে আজ আবার মঙ্গলবার UGC-র NET পরীক্ষা রয়েছে। এই প্রেক্ষাপটে ‘ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযান কর্মসূচির কারণে অসংখ্য পরীক্ষার্থী তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধায় পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে রাজ্য পুলিশের তরফে। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের পাশে পুলিশ থাকবে বলেও ঘোষণা করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna Abhijan Traffic Updates: নবান্ন এলাকায় ১৬৩ ধারা! যান চলাচলে কড়া বিধিনিষেধ! কোন কোন রাস্তায় নো এন্ট্রি? কোন রাস্তা এড়াবেন? জানুন ট্রাফিক আপডেট
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement