Mysterious Death:সম্পর্ক রাখেন না ছেলে, হোটেলের ঘরে নিথর মা, আশঙ্কাজনক বোন! আর্থিক দুরবস্থাই কি কারণ, চাঞ্চল্য চরমে

Last Updated:

Mysterious Death: মেয়ের প্রাণরক্ষা হলেও বাঁচানো যায়নি মাকে

সমীর মণ্ডল, কলকাতা : হোটেলের ঘরে এক মহিলার রহস্যমৃত্যু ঘিরে ছড়িয়ে পড়ল চা‍ঞ্চল্য। বুধবার গভীর রাতে কিড স্ট্রিটের একটি হোটেল থেকে উদ্ধার হয় পশ্চিম পুঁটিয়ারির বাসিন্দা পলি মিত্রর নিথর দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে হোটেলের ঘরে পলির সঙ্গে ছিলেন তাঁর মেয়ে ঈশিতাও। তাঁদের দু’জনকেই হোটেেলর ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।
হোটেলকর্মীরা এর পর খবর দেন পুলিশে। ঘটনাস্থলে আসেন নিউমার্কেট থানার পুলিশ৷ উদ্ধার করার পর ঈশিতাকে পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। সেখানেই তাঁর চিকি‍ৎসা চলছে৷ তবে পলিকে হোটেলেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ পুলিশের অনুমান ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা৷ মেয়ের প্রাণরক্ষা হলেও বাঁচানো যায়নি মাকে৷
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে গত ১৪ বছর ধরে পশ্চিম পুঁটিয়ারির ব্যানার্জিপাড়ার বাসিন্দা মিত্র পরিবার৷ বছর দশেক আগে বিয়ে হয়ে যায় পলির ছেলের৷ অভিযোগ, বিয়ের পর থেকে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন না৷ কোনও দায়িত্বও নেন না বলে অভিযোগ৷ তিন বছর আগে মারা যান পলি মিত্রর স্বামী৷ তার পর থেকেই সংসারে নেমে আসে আর্থিক দুরবস্থা৷
advertisement
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আর্থিক দুরবস্থার জেরেই আত্মহননের পথ বেছে নেন পলি মিত্র৷ জানা গিয়েছে, সে কথাই লেখা আছে সুইসাইড নোটে৷ এই ঘটনার তদন্ত চলছে৷ রহস্যজনক এই ঘটনার পিছনে আরও কিছু কারণ আছে কিনা খতিয়ে দেখা হবে৷
(DISCLAIMER:If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mysterious Death:সম্পর্ক রাখেন না ছেলে, হোটেলের ঘরে নিথর মা, আশঙ্কাজনক বোন! আর্থিক দুরবস্থাই কি কারণ, চাঞ্চল্য চরমে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement