বিজেপি-তে যোগ দিচ্ছেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়, আরও যাঁরা যোগ দিচ্ছেন...
Last Updated:
বিজেপি-তে যোগ দিতে পারেন আরও কয়েকজন বিধায়ক৷ কয়েক জন তৃণমূল কাউন্সিলারেরও গেরুয়া শিবিরে যোগদানের সম্ভাবনা রয়েছে৷
#কলকাতা: জল্পনাই সত্যি হল৷ বিজেপি-তে যোগ দিচ্চেন মুকুল রায়ের ছেলে তথা বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়৷ আজ অর্থাত্ মঙ্গলবার দিল্লিতে বিজেপি-তে যোগ দেবেন শুভ্রাংশু৷ বিজেপি-তে যোগ দিতে পারেন আরও কয়েকজন বিধায়ক৷ কয়েক জন কাউন্সিলারেরও গেরুয়া শিবিরে যোগদানের সম্ভাবনা রয়েছে৷
লোকসভা ভোটের রেজাল্ট বেরনোর পর 'বাবার কাছে হেরে গেলাম' মন্তব্যের জেরে তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়কে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস৷ ওই দিনের ইঙ্গিতবহ মন্তব্যের পর মুকুল রায়ের ছেলেকে নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়ে যায়, বীজপুরের বিধায়ক কি বিজেপি-তে যোগ দিচ্ছেন৷ সোমবার মুকুল রায়ের সঙ্গে দিল্লি পাড়ি দেন শুভ্রাংশু৷
ভোটের ফল প্রকাশের পর শুভ্রাংশু বলেন, 'আমার বাবাকে নিয়ে আমি গর্বিত৷ আমি বলেছিলাম, বীজপুর থেকে দীনেশদাকে সবচেয়ে বেশি লিড দেব। কিন্তু আমি পারিনি। আমি বীজপুরের ভূমিপুত্র। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে, আমি একাই এখানকার ভূমিপুত্র নই, আমার বাবা মুকুল রায়ও বীজপুরের ভূমিপুত্র৷ সাংবাদিক সম্মেলনে এ দিন এই মন্তব্যই করেছেন তৃণমূল বিধায়ক। কাউকে দোষারোপের ব্যাপার নেই, অভিমান নেই, রাগ নেই। আমার বাবার কাছে আমি হেরে গিয়েছি। ভবিষ্যতে কী করব, সে বিষয়ে বাবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব।'
advertisement
advertisement
আরও ভিডিও: ইয়ে তো হোনা হি থা, শুভ্রাংশুর বিজেপি-তে যোগদান নিয়ে যা বললেন ফিরহাদ হাকিম, দেখুন...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 28, 2019 1:21 PM IST