রামনবমীতে তৃণমূলের মিছিল উদ্দেশ্যহীন, কটাক্ষ মুকুলের

Last Updated:

ক্যামোফ্লেজ নয় ৷ রামের জন্মস্থান অযোধ্যা ৷ সেই বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করুক তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূলের রামনবমীর মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন মুকুল রায় ৷

#কলকাতা: ক্যামোফ্লেজ নয় ৷ রামের জন্মস্থান অযোধ্যা ৷ সেই বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করুক তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূলের রামনবমীর মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন মুকুল রায় ৷
রবিবার মানিকতলায় বিজেপির রামনবমীর মিছিলে নেতৃত্ব দেন মুকুল রায় ৷ সেখানেই তৃণমূলের চিরাচরিত রীতি ভেঙে রামনবমী মিছিল নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন মুকুল রায় ৷ তৃণমূলের রামনবমী মিছিলের উদ্দেশ্য ঠিক কি ? সেটিই নাকি স্পষ্ট নয় ৷ এমনটাই দাবি মুকুল রায়ের ৷ তিনি বলেন, ‘
রামের জন্মভূমি নিয়ে কেন কিছু বলছেন না তৃণমূল সুপ্রিমো ? এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে ৷ তাই সাড়ম্বরে রামনবমীর মিছিলে না হেঁটে বরং রামের জন্মভূমিই যে অযোধ্যা সেই বিষয়টি স্পষ্ট করে বলে দেওয়াই উচিত মুখ্যমন্ত্রীর ৷ ’
advertisement
advertisement
পাশাপাশি তিনি এও বলেন, ‘
অযোধ্যাতে রাম মন্দির তৈরির দাবিতে সরব বিজেপি ৷ ভারতীয় জনতা পার্টি এটাকে একটা মাত্রা দিয়েছে। তৃণমূলও যদি সেই পথেই হাঁটতে চায়, তাহলে সেটি প্রকাশ্যে বলুক তারা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলুন যে হ্যাঁ, দশরথের প্রথম পুত্র রাম অযোধ্যায় জন্মেছিলেন। সেখানে রাম মন্দির হওয়া উচিত ৷’
advertisement
একইসঙ্গে মুনি ঋষিদের প্রসঙ্গে টেনে এনে মুকুল রায় বলেন,
‘রাম ভারতবর্ষের ঐতিহ্য ৷ সারা ভারতবর্ষের কাছে পূজনীয় দেবতা ৷ কেউ আগে কিংবা কেউ পরে রামের পুজো করেন ৷ সকলকেই রামের শরাণাপন্ন হতেই হবে ৷’
লক্ষ্য পঞ্চায়েত ভোট ৷ তার আগেই চিরাচরিত রীতি ভেঙে রামনবমী মিছিল করল তৃণমূল কংগ্রেস ৷ পঞ্চায়েত ভোটের আগে এই মিছিল কি তবে ভোটে জেতার নয়া কৌশলের ইঙ্গিত দিচ্ছে ? মানিকতলায় রামনবমীর মিছিল থেকে কিন্তু এমনই এক ইঙ্গিত দিলেন মুকুল রায় ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
রামনবমীতে তৃণমূলের মিছিল উদ্দেশ্যহীন, কটাক্ষ মুকুলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement