রামনবমীতে তৃণমূলের মিছিল উদ্দেশ্যহীন, কটাক্ষ মুকুলের

Last Updated:

ক্যামোফ্লেজ নয় ৷ রামের জন্মস্থান অযোধ্যা ৷ সেই বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করুক তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূলের রামনবমীর মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন মুকুল রায় ৷

#কলকাতা: ক্যামোফ্লেজ নয় ৷ রামের জন্মস্থান অযোধ্যা ৷ সেই বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করুক তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূলের রামনবমীর মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন মুকুল রায় ৷
রবিবার মানিকতলায় বিজেপির রামনবমীর মিছিলে নেতৃত্ব দেন মুকুল রায় ৷ সেখানেই তৃণমূলের চিরাচরিত রীতি ভেঙে রামনবমী মিছিল নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন মুকুল রায় ৷ তৃণমূলের রামনবমী মিছিলের উদ্দেশ্য ঠিক কি ? সেটিই নাকি স্পষ্ট নয় ৷ এমনটাই দাবি মুকুল রায়ের ৷ তিনি বলেন, ‘
রামের জন্মভূমি নিয়ে কেন কিছু বলছেন না তৃণমূল সুপ্রিমো ? এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে ৷ তাই সাড়ম্বরে রামনবমীর মিছিলে না হেঁটে বরং রামের জন্মভূমিই যে অযোধ্যা সেই বিষয়টি স্পষ্ট করে বলে দেওয়াই উচিত মুখ্যমন্ত্রীর ৷ ’
advertisement
advertisement
পাশাপাশি তিনি এও বলেন, ‘
অযোধ্যাতে রাম মন্দির তৈরির দাবিতে সরব বিজেপি ৷ ভারতীয় জনতা পার্টি এটাকে একটা মাত্রা দিয়েছে। তৃণমূলও যদি সেই পথেই হাঁটতে চায়, তাহলে সেটি প্রকাশ্যে বলুক তারা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলুন যে হ্যাঁ, দশরথের প্রথম পুত্র রাম অযোধ্যায় জন্মেছিলেন। সেখানে রাম মন্দির হওয়া উচিত ৷’
advertisement
একইসঙ্গে মুনি ঋষিদের প্রসঙ্গে টেনে এনে মুকুল রায় বলেন,
‘রাম ভারতবর্ষের ঐতিহ্য ৷ সারা ভারতবর্ষের কাছে পূজনীয় দেবতা ৷ কেউ আগে কিংবা কেউ পরে রামের পুজো করেন ৷ সকলকেই রামের শরাণাপন্ন হতেই হবে ৷’
লক্ষ্য পঞ্চায়েত ভোট ৷ তার আগেই চিরাচরিত রীতি ভেঙে রামনবমী মিছিল করল তৃণমূল কংগ্রেস ৷ পঞ্চায়েত ভোটের আগে এই মিছিল কি তবে ভোটে জেতার নয়া কৌশলের ইঙ্গিত দিচ্ছে ? মানিকতলায় রামনবমীর মিছিল থেকে কিন্তু এমনই এক ইঙ্গিত দিলেন মুকুল রায় ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রামনবমীতে তৃণমূলের মিছিল উদ্দেশ্যহীন, কটাক্ষ মুকুলের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement