Mukul Roy: স্পিকারের কাছে পাঠালেন ইস্তফাপত্র, হঠাৎ শোরগোল ফেলে দিলেন মুকুল রায়!

Last Updated:

Mukul Roy: কলকাতা হাইকোর্ট মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের বিষয়টি নিয়ে নিজের পুনর্বিবেচনার জন্য নির্দেশ দিয়েছিল বিধানসভার অধ্যক্ষ৷

পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়
পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়
#কলকাতা: বিধানসভা ভোটে জিতে তৃণমূল তখন সবেমাত্র সরকার গঠন করেছে তৃতীয় বারের মতো, এক দুপুরে বিজেপি বিধায়ক হিসেবেই মুকুল রায় (Mukul Roy) হাজির হয়েছিলেন তৃণমূল ভবনে। নিজের পুরনো ডেরায় সে সময় তাঁকে স্বাগত জানিয়েছিলেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও মুকুল রায় বিজেপির বিধায়ক পদে থেকেই তৃণমূলে যোগ দিয়েছেন বলে সুর চড়ায় বিজেপি। এমনকী হাই কোর্টেরও দ্বারস্থ হয় বিজেপি। আদালত অবশ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কোর্টে বল পাঠায়। যদিও মুকুল রায়কে নিয়ে নিজের আগের সিদ্ধান্তেই অনড় ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভার অধ্যক্ষ জানিয়ে দিয়েছিলেন, মুকুল রায় বিজেপি-তেই রয়েছেন৷ এই পরিস্থিতিতে সোমবার তোলপাড় ফেলে দিলেন মুকুল। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়। সোমবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ই-মেলে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। পরে অবশ্য মুকুল রায়ের আপ্ত সহায়ক গিয়ে মুকুল রায়ের পদত্যাগপত্র বিধানসভায় জমা দেন। এ বিষয়ে স্পিকার জানিয়েছেন, ইস্তফাপত্র তিনি পেয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মুকুল রায়ের তরফেও ইস্তফাপত্র দেওয়ার কথা স্বীকারও করে নিয়েছেন।
কলকাতা হাইকোর্ট মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের বিষয়টি নিয়ে নিজের পুনর্বিবেচনার জন্য নির্দেশ দিয়েছিল বিধানসভার অধ্যক্ষ৷ তার পরেও নিজের সিদ্ধান্ত অপরিবর্তিতই ছিলে বিমান বন্দ্যোপাধ্যায়৷ ২০২১ সালের নির্বাচনে বিজেপি-র টিকিটে জয়ী হন মুকুল রায়৷ ২০২১ সালেরই ১১ জুন তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি৷ এর পরই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ মুকুল রায়ের দলবদলের প্রমাণ হিসেবে বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে তাঁর তৃণমূলে যোগদানের ভিডিও ফুটেজও জমা দেওয়া হয় বিজেপি-র তরফে৷
advertisement
advertisement
তার পরেও অবশ্য এ বছরের ফেব্রুয়ারি মাসে স্পিকার জানিয়ে দেন, মুকুল রায় বিজেপি-তেই রয়েছেন৷ স্পিকারের এই রায়ে সন্তুষ্ট না হয়ে বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল বিজেপি৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ গত ১১ এপ্রিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিধানসভার স্পিকারকে নির্দেশ দিয়েছিল৷ মুকুল রায়ের তৃণমূলে যোগদানের সাংবাদিক বৈঠকের ভিডিও ফুটেজকেও প্রামাণ্য নথি হিসেবে গণ্য করতে বলেছিল আদালত৷
advertisement
হাইকোর্টের নির্দেশের পর ফের দু' পক্ষকে নিয়ে কয়েক দফায় শুনানি সারেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ তার পরেও তিনি জানিয়ে দিলেন, মুকুল রায় বিজেপি-তেই রয়েছেন৷ ফলে তাঁর বিধায়ক পদ খারিজের প্রশ্ন ওঠে না৷ এই পরিস্থিতিতে মুকুল রায়ের ইস্তফাপত্র নতুন করে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও মুকুল রায়ের ঘনিষ্ঠ মহলের মতে, দীর্ঘদিন ধরেই শারীরিক ভাবে অসুস্থ, বিশেষত স্ত্রীর মৃত্যুর পর থেকেই তিনি নানাভাবে বিপর্যস্ত। তাই পিএসি চেয়ারম্যান পদে ইস্তফা দেওয়ার কথা তিনি ভাবছিলেনই। কিন্তু দলের তরফে সদর্থক নির্দেশ না আসার তা করতে পারছিলেন না মুকুল। এবার সেই বার্তা আসতেই প্রয়োজনীয় পদক্ষেপ সেরে ফেললেন তিনি। যদিও বিজেপির তরফে বলা হচ্ছে, চাপের মুখেই নতিস্বীকার করেছেন মুকুল। যদিও রাজনৈতিক মহলের মতে, রাজনৈতিক চাপ মুকুল রায় আগেও সামলেছেন। কিন্তু বর্তমানে তিনি যেভাবে নানা দিক থেকে বঙ্গ রাজনীতির মূল স্রোতের বাইরে চলে যাচ্ছিলেন, তাতে এটাই স্বাভাবিক ছিল। যদিও পিএসি চেয়ারম্যান থেকে ইস্তফা দিলেও মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলা এখনও বিচারাধীন, সেই মামলা নিয়ে বিজেপি কতদূর এগোয়, সেটাই এখন দেখার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mukul Roy: স্পিকারের কাছে পাঠালেন ইস্তফাপত্র, হঠাৎ শোরগোল ফেলে দিলেন মুকুল রায়!
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement