Mukul Roy News: কাঁচরাপাড়া থেকে সোজা হাসপাতাল, ভোটের মুখেই মুকুল রায়কে ঘিরে বড় শোরগোল! কী ঘটল?

Last Updated:

Mukul Roy News: কয়েকদিন ধরেই তিনি ঠিক মতো খাওয়াদাওয়া করতে পারছিলেন না মুকুল রায়।

অসুস্থ মুকুল রায়
অসুস্থ মুকুল রায়
কলকাতা: লোকসভা ভোটের প্রথম দফা ভোট শুরুর আগেই অসুস্থ মুকুল রায়। কলকাতার বাইপাসের পাশে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, এই মুহূর্তে এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি রয়েছেন মুকুল রায়। ঘন্টা আগে মুকুল রায়কে নিয়ে আসা হয় বাইপাসের ধারে হাসপাতালে।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই তিনি ঠিক মতো খাওয়াদাওয়া করতে পারছিলেন না মুকুল। স্বাভাবিক কারণেই তাই দুর্বল হয়ে পড়েছিলেন। এদিন আরও অসুস্থ বোধ করায় বাড়িতে রাখার ঝুঁকি না নিয়ে তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। সেই মতোই এদিন দুপুরে কাঁচরাপাড়ার বাড়ি থেকে নিয়ে এসে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
advertisement
advertisement
দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছেন মুকুল। গত বছর ফেব্রুয়ারি মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক৷ মুকুলের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সেই সময় মাথায় জল জমেছিল বর্ষীয়ান এই নেতার।
অনেক দিন ধরেই নানা রোগে ভুগছেন মুকুল৷ কাঁচরাপাড়ার বাড়ি থেকে খুব একটা বাইরেও বের হন না তিনি৷ ডিমেনশিয়া রোগে আক্রান্ত মুকুল। তিনি একদা ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড৷ পরে বিজেপিতে যোগ দেন৷ ২১-এর বিধানসভা ভোট বিজেপি’র টিকিটে জিতে বিধায়ক হন৷ তবে ফের সপুত্র তৃণমূলে ফেরেন৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mukul Roy News: কাঁচরাপাড়া থেকে সোজা হাসপাতাল, ভোটের মুখেই মুকুল রায়কে ঘিরে বড় শোরগোল! কী ঘটল?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement