রাজ্যের সঙ্গে রথযাত্রা সংক্রান্ত আলোচনায় নবান্নে আবেদন বিজেপির
Last Updated:
#কলকাতা: বিজেপি রথযাত্রা নিয়ে বিতর্ক চলছেই। কোচবিহারের সভায় আসেন নি বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । সাংবাদিক সম্মেলনে যদিও রথযাত্রা হবেই,এই হুঁশিয়ারি দিয়েছেন শাহ । তবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর কিছুটা স্বস্তি বাংলায় বিজেপির নেতৃত্ব ।
গতকাল ডিভিশন বেঞ্চ বিজেপি রথযাত্রার অনুমোদন না দিলেও এই বিষয়ে সুনির্দিষ্ট সমাধান সূত্র বের করতে বিজেপি ও রাজ্য সরকারের শীর্ষ কর্তা তথা মুখ্যসচিব , স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ মেনেই আজ ৩ সদস্য সম্বলিত একটি কমিটি গঠন করেছে বিজেপি। কমিটির নেতৃত্বে রয়েছেন মুকুল রায়। এছাড়াও রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ও প্রতাপ বন্দ্যোপাধ্যায়।
advertisement
আজ দুপুরেই মুকুল রায়ের নেতৃত্বে বিজেপি প্রতিনিধিদল নবান্নে আলোচনার আবেদনপত্র জমা দিয়েছে। হাইকোর্টের নির্দেশ মেনে ১২ ডিসেম্বরের মধ্যে আলোচনা করার আবেদন করেছে বিজেপি । ডিভিশন বেঞ্চের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার নির্দেশ দিয়েছিলেন ১৪ ডিসেম্বরের মধ্যে উভয় তরফে আলোচনার মাধ্যমে নির্দিষ্ট সমাধান খুঁজে বের করার । আপাতত ডিভিশন বেঞ্চের এই রায়েই সাময়িক স্বস্তি খুঁজছে বিজেপি ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 08, 2018 5:12 PM IST