#কলকাতা: শিশু খুনে ধৃত মা ও প্রেমিক। উলটোডাঙায় ম্যানহোলে শিশুকন্যার দেহ উদ্ধার। গ্রেফতার শিশুটির মা ও তার প্রেমিক। ৩ বছরের শিশুরদেহ উদ্ধার করা হয় বৃহস্পতিবার। শিশুর মাকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ে। শিশুকে শ্বাসরোধ করে খুনের কথা স্বীকার করেছেন তিনি।
আরও পড়ুন: Section 377: দীর্ঘ প্রতীক্ষার অবসান, সমকামিতাকে আইনি স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট
প্রেমিককে দিয়ে খুন করে দেহ লোপাটের চেষ্টা করা হয়েছিল । এমনটাই পুলিশের কাছে জানিয়েছেন শিশুর মা । প্রেমিক সোমনাথ সরদারের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। অন্তঃসত্ত্বা হয়ে পড়ে শিশুটির মা । তিন বছরের শিশুকন্যাকে মেনে নিতে আপত্তি ছিল সোমনাথের। তাই নিজের মেয়েকে খুনের ছক কষে দু’জনে মিলে। জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় ধৃত মহিলা।
আরও পড়ুন: মাঝেরহাট সেতু বিপর্যয়ে মৃত বেড়ে ৩, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও একটি মৃতদেহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Child murder, Murder