১০ বছরের সবচেয়ে বঞ্চিত জুন, বাংলায় ৫০ শতাংশেরও কম বৃষ্টি
Last Updated:
#কলকাতা: গত দশ বছরের মধ্যে জুনে এত কম বৃষ্টি হয়নি রাজ্যে। ঘাটতির রেকর্ড। স্বাভাবিকের চেয়ে পশ্চাশ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে বাংলায়। দেরিতে বর্ষা ঢোকাকেই দায়ী করছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিসের পূর্বাভাস, পশ্চিমবঙ্গে এখনই বৃষ্টি বাড়বে না। জুলাইতেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম।
ভ্যাপসা গরমে ঘামে ভিজে, বৃষ্টির অপেক্ষায় গোটা জুন মাস হাপিত্যেশ করে কাটিয়েছে বাংলা। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাত হলেও, সৌভাগ্য হয়নি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের। মাস পেরনোর পর, আবহাওয়া দফতর থেকে এল দুঃসংবাদটা।
- গত ১০ বছরে জুনের বৃষ্টিতে রেকর্ড ঘাটতি রাজ্যে
advertisement
- বৃষ্টি হওয়ার কথা ছিল ৩২৯.৫ মিলিমিটার
- সেখানে বৃষ্টি হয়েছে মাত্র ১৬৫.২ মিলিমিটার
advertisement
- অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ৫০ শতাংশ ঘাটতি জুনের বৃষ্টিতে
- কলকাতায় বৃষ্টির ঘাটতি ৬৯ শতাংশ
- হাওড়ায় বৃষ্টির ঘাটতি ৬৭ শতাংশ
- বীরভূমে ঘাটতি বৃষ্টি ৬৯ শতাংশ
- মুর্শিদাবাদে বৃষ্টির ঘাটতি ৬৮ শতাংশ
- দার্জিলিঙে বৃষ্টির ঘাটতি ৫৯ শতাংশ
উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের আশা দেখা গিয়েছিল। কিন্তু সেই নিম্নচাপও সরে যাচ্ছে ওড়িশার দিকে। তাই এখনই বৃষ্টি বাড়ার অনুকূল পরিবেশ নেই দক্ষিণবঙ্গে।
advertisement
সোমবার দিনভর জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। ঝিরঝিরে বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। বর্ধমান, হুগলি, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে ভ্যাপসা গরম কমেনি, কমেনি অস্বস্তিও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 01, 2019 8:53 PM IST