#কলকাতা: করোনায় কাবু পূর্ব রেলের শিয়ালদহ শাখার শতাধিক কর্মী৷ যার জেরে মঙ্গলবারের মতো বুধবারও বাতিল থাকবে বেশ কিছু লোকাল ট্রেন৷ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বুধবার শিয়ালদহ ডিভিশনের মোট ৬৬টি লোকাল ট্রেন বাতিল করা হবে৷
তবে রেল কর্তারা আশ্বস্ত করছেন, অফিস টাইমে কোনও লোকাল ট্রেনই বাতিল করা হচ্ছে না৷ আজকের মতো আগামিকালও নন পিক আওয়ারের কিছু ট্রেন বাতিল করা হবে৷ ফলে যাত্রীদের খুব একটা অসুবিধা হবে না৷
রেল সূত্রে জানা গিয়েছে, যে কর্মীরা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে মোটরম্যান, গার্ড, সিগন্যাল বিভাগের কর্মীরাও রয়েছেন৷ ফলে বাধ্য হয়েই ট্রেন বাতিল করতে হচ্ছে৷ তার উপর দূরপাল্লার ট্রেনের পরিষেবা যাতে স্বাভাবিক থাকে, সেই বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে রেল কর্তাদের৷
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, 'আমরা সবরকম সতর্কতা নেওয়া সত্ত্বেও আমাদের কর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন৷ ইতিমধ্যেই রেল হাসপাতালগুলিতে কোভিড বেডের সংখ্যা বাড়ানো হয়েছে৷ রেলের সাতটি টিকাকরণ কেন্দ্র থেকে কর্মীদের ভ্যাকসিনও দেওয়ার কাজও চলছে৷'
শুধু শিয়ালদহ, হাওড়া শাখাতেও পূর্ব রেলের বহু কর্মী করোনা আক্রান্ত হয়েছেন৷ ফলে হাওড়া শাখাতেও গত কয়েকদিনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করতে হয়েছে৷ আইআরসিটিসি-র বেস কিচেনের বেশ কিছু কর্মীও সংক্রামিত হয়েছেন বলে খবর৷ তবে কর্মীরা সংক্রামিত হওয়ার পর রেলের রান্নাঘরগুলি যথাযথ ভাবে স্যানিটাইজ করা হয়েছে বলেই আশ্বস্ত করেছেন আইআরসিটিসি কর্তৃপক্ষ৷
Abir Ghosalনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Local Trains, Sealdah