হোম /খবর /কলকাতা /
Corona আক্রান্ত শতাধিক কর্মী, বুধবার শিয়ালদহ শাখায় বাতিল আরও বেশি লোকাল

Corona আক্রান্ত শতাধিক কর্মী, বুধবার শিয়ালদহে শাখায় বাতিল আরও বেশি লোকাল

অন্যদিকে রাজ্য প্রশাসনের মতে সায় দিয়ে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ‘বিকেল ৪টের পর থেকে বিধাননগর স্টেশনে দাঁড়াবে না কোনও ডাউন ট্রেন অর্থাৎ শিয়ালদাগামী কোনও ট্রেন।’ রাজ্যের সঙ্গে পরামর্শ করে বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্ত জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। শ্রীভূমি ও অন্যান্য নামি পুজোয় উপচে পড়া ভিড় রুখতেই পদক্ষেপ, খবর সূত্রের। ভিড় এড়াতে আগেই রাতের ৭ জোড়া স্পেশাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতীকী ছবি৷

অন্যদিকে রাজ্য প্রশাসনের মতে সায় দিয়ে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ‘বিকেল ৪টের পর থেকে বিধাননগর স্টেশনে দাঁড়াবে না কোনও ডাউন ট্রেন অর্থাৎ শিয়ালদাগামী কোনও ট্রেন।’ রাজ্যের সঙ্গে পরামর্শ করে বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্ত জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। শ্রীভূমি ও অন্যান্য নামি পুজোয় উপচে পড়া ভিড় রুখতেই পদক্ষেপ, খবর সূত্রের। ভিড় এড়াতে আগেই রাতের ৭ জোড়া স্পেশাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতীকী ছবি৷

রেল সূত্রে জানা গিয়েছে, যে কর্মীরা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে মোটরম্যান, গার্ড, সিগন্যাল বিভাগের কর্মীরাও রয়েছেন৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: করোনায় কাবু পূর্ব রেলের শিয়ালদহ শাখার শতাধিক কর্মী৷ যার জেরে মঙ্গলবারের মতো বুধবারও বাতিল থাকবে বেশ কিছু লোকাল ট্রেন৷ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বুধবার শিয়ালদহ ডিভিশনের মোট ৬৬টি লোকাল ট্রেন বাতিল করা হবে৷

তবে রেল কর্তারা আশ্বস্ত করছেন, অফিস টাইমে কোনও লোকাল ট্রেনই বাতিল করা হচ্ছে না৷ আজকের মতো আগামিকালও নন পিক আওয়ারের কিছু ট্রেন বাতিল করা হবে৷ ফলে যাত্রীদের খুব একটা অসুবিধা হবে না৷

রেল সূত্রে জানা গিয়েছে, যে কর্মীরা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে মোটরম্যান, গার্ড, সিগন্যাল বিভাগের কর্মীরাও রয়েছেন৷ ফলে বাধ্য হয়েই ট্রেন বাতিল করতে হচ্ছে৷ তার উপর দূরপাল্লার ট্রেনের পরিষেবা যাতে স্বাভাবিক থাকে, সেই বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে রেল কর্তাদের৷

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, 'আমরা সবরকম সতর্কতা নেওয়া সত্ত্বেও আমাদের কর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন৷ ইতিমধ্যেই রেল হাসপাতালগুলিতে কোভিড বেডের সংখ্যা বাড়ানো হয়েছে৷ রেলের সাতটি টিকাকরণ কেন্দ্র থেকে কর্মীদের ভ্যাকসিনও দেওয়ার কাজও চলছে৷'

শুধু শিয়ালদহ, হাওড়া শাখাতেও পূর্ব রেলের বহু কর্মী করোনা আক্রান্ত হয়েছেন৷ ফলে হাওড়া শাখাতেও গত কয়েকদিনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করতে হয়েছে৷ আইআরসিটিসি-র বেস কিচেনের বেশ কিছু কর্মীও সংক্রামিত হয়েছেন বলে খবর৷ তবে কর্মীরা সংক্রামিত হওয়ার পর রেলের রান্নাঘরগুলি যথাযথ ভাবে স্যানিটাইজ করা হয়েছে বলেই আশ্বস্ত করেছেন আইআরসিটিসি কর্তৃপক্ষ৷

Abir Ghosal
Published by:Debamoy Ghosh
First published:

Tags: Coronavirus, Local Trains, Sealdah