#কলকাতা: রাজ্যে পরিকাঠামোর উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে ৷ দিন দুয়েক আগেই ট্যুইট করে এমনটাই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফের রাজ্যের উন্নয়নের জন্য ২০কোটি টাকা বরাদ্দ করলেন তিনি ৷ শুধু তাই নয় ৷ রাজ্য সড়কগুলিতেও ওয়াচটাওয়ারের মাধ্যমে প্রতিনিয়ত নজর রাখা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী ৷
নবান্নে বুধবার সাংবাদিক বৈঠকে মমতা বলেন,
ওয়াচটাওয়ার ও সিসিটিভির মধ্য দিয়েই এবার রাজ্য সড়কগুলিতে কড়া নজরদারি রাখা যাবে ৷ এর জেরে যেকোনওরকম দুর্ঘটনা এড়ানো যেতে পারে ৷ এছাড়াও শ্লীলতাহানি কিংবা ধর্ষণের ঘটনার জন্য অভিযুক্তদেরকেও দ্রুত চিহ্নিত করা যাবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CCTV, Highway, Mamata Banerjee