কলকাতার আকাশে উড়ল টাকা, লোকে কুড়িয়ে নিল দেদার

Last Updated:

সিনেমার মতো অনেকটা ৷

#কলকাতা : সিনেমার মতো অনেকটা ৷ অনেক সময়ই বলিউড-হলিউড ছবিতে দেখতে পাওয়া যায় আকাশে থেকে টাকার বৃষ্টি হচ্ছে আর লোকে তা দেদার কুড়িয়ে নিচ্ছে ৷ এবার সেটাই সত্যি হল কলকাতায় ৷ না কোনও সিনেমার শুটিংয়ে এ কথা ভাববেন না ৷ সত্যি সত্যিই কলকাতার আকাশে টাকা উড়ল আর রাস্তার পথচলতি লোক প্রথমে চমকে গেলেও পরে হুড়োহুড়ি করে সেই টাকা কুড়়িয়ে নিল ৷
কলকাতায় টাকার বৃষ্টি! পিছনের আসল ঘটনাটি রীতিমতো গুরুতর ৷
বেন্টিঙ্ক স্ট্রিটে বহুতলে হয়েছিল আয়কর হানা ৷ সেই আইটি রেড থেকে বাঁচতে বহুতলের জানলা গলিয়ে ফেলে দেওয়া হয় মুঠো মুঠো টাকা ৷  এরই জেরে কলকাতায় উড়ছে টাকা ৷ বহুতলে আয়কর দফতরের হানার  সময়
advertisement
ফেলা হয় টাকা ৷ ফেলা হয় ৫০০, ২ হাজার টাকার বান্ডিল ৷ টাকা তুলতে রাস্তায় হুড়োহুড়ি শুরু হয়ে যায় ৷
advertisement
নোটবন্দির সময় নির্ধারিত সময়ের মধ্যে ব্যাঙ্রে ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দিতে হচ্ছিল ৷ কিন্তু যাঁদের কালো টাকা তাঁরা অনেকেই নিজের হিসেব বহির্ভূত আয় জঞ্জালে ফেলে দিয়েছিলেন, কিম্বা কোথাও পুঁতে দিয়েছিলেন ৷ তবে এভাবে নোট ওড়ানোটা নিঃসন্দেহে বেশ ফিলমি ৷
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতার আকাশে উড়ল টাকা, লোকে কুড়িয়ে নিল দেদার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement