'৭ দিনে ৩ কোটি রাজ্য বিজেপির অ্যাকাউন্টে' টাকা-তরজায় সিপিএম-বিজেপি
Last Updated:
সাত দিনের মধ্যে রাজ্য বিজেপির অ্যাকাউন্টে জমা পড়েছে তিন কোটি টাকা? সিপিএমের অভিযোগে চাঞল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।
#কলকাতা: টাকা পালটাতে নাজেহাল মানুষ। অথচ নোট বাতিলের আগেই কি কোটি কোটি টাকা ঢুকেছে বিজেপির অ্যাকাউন্টে? সাত দিনের মধ্যে রাজ্য বিজেপির অ্যাকাউন্টে জমা পড়েছে তিন কোটি টাকা? সিপিএমের অভিযোগে চাঞল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্য বিজেপি।
নোট বাতিলের আগেই কি কোটি কোটি টাকা ঢুকেছে বিজেপির অ্যাকাউন্টে? টাকা নিয়ে হাহাকারের মধ্যেই সিপিএমের অভিযোগে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। সিপিএম নেতৃত্বের অভিযোগ,
নোট-বিতর্কঃ
- ১ নভেম্বর রাজ্য বিজেপির অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা জমা পড়ে
advertisement
- ৫ নভেম্বর একই অ্যাকাউন্টে জমা পড়ে আরও ১ কোটি ২৫ লাখ টাকা
advertisement
- ৮ নভেম্বর ইন্ডিয়ান ব্যাঙ্কের সেন্ট্রাল অ্যাভিনিউ শাখায় রাজ্য বিজেপির অ্যাকাউন্টে জমা পড়ে ১ কোটি টাকা
- দু'দফায় জমা পড়ে টাকা
- পুরো টাকাই জমা পড়ে ৫০০ এবং ১ হাজারের নোটে
টাকা-বিতর্কে সুর চড়াতে, কেন্দ্রের সিদ্ধান্তের গোপনীয়তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে সিপিএম। যদিও অভিযোগ উড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
advertisement
‘কালো টাকা নিয়ে CPM-এর অভিযোগ মানায় না,বিমান বসু ও নিরুপম সেনের অ্যাকাউন্টে কত আছে?’দলীয় তহবিল নিয়ে প্রশ্ন তোলায় পাল্টা আক্রমণে BJP,CPM-এর পাশাপাশি কংগ্রেস ও তৃণমূলকেও আক্রমণ রাজ্য বিজেপি সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের।
৩ কোটি টাকা ব্যাঙ্কে জমা দেওয়ার কথা স্বীকার বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের।‘BJP নিয়ম মেনেই ব্যাঙ্কে টাকা জমা দিয়েছে’তবে টাকার উৎস্য সম্পর্কে তথ্য দিতে নারাজ BJP।দলীয় তহবিলে লেনদেন নিয়ে তথ্য দিতে নারাজ রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার।
advertisement
ব্যাঙ্ক-এটিএম-এ ঘুরেও টাকার জন্য নাজেহাল মানুষ। এই পরিস্থিতিতেও টাকা তরজায় দুই রাজনৈতিক দল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
November 11, 2016 6:40 PM IST