কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন

Last Updated:

এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ সোমবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-

প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ সোমবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
anandabazar11
উদয়নই দেখিয়ে দিল জায়গাটা! মাটি খুঁড়তেই বেরোল বাবা-মার কঙ্কাল
advertisement
রায়পুরের বাগানবাড়িতে উদয়ন দাসের দেখিয়ে দেওয়া জায়গা খুঁড়েই রবিবার মিলল দু’টি কঙ্কাল। বাঁকুড়ার তরুণী আকাঙ্ক্ষা শর্মাকে খুনের অভিযোগে ধৃত উদয়ন দাস নিজেই স্বীকার করেছিল, শুধু আকাঙ্ক্ষা নয়, সে খুন করেছে তার বাবা-মাকেও। দু’জনের দেহ পোঁতা রয়েছে ছত্তীসগঢ়ের রায়পুরে আগে তারা যে বাড়িতে থাকত, তার বাগানে!
advertisement
ঠান্ডা মাথার খুনি, ভাগ্যিস ছেলেকে মারেনি, বললেন আকাঙ্ক্ষার বাবা
মেয়ে খুন হয়েছে, সদ্য জানতে পেরেছেন। ছেলে যে রক্ষা পেয়েছে, সেটাই বিরাট ভাগ্য বলে মনে করছেন বাঁকুড়ার নিহত তরুণী আকাঙ্ক্ষা শর্মার বাবা-মা। ভোপালের যুবক উদয়ন দাস গত বছর পুজোর আগে দু’টি রাত বাঁকুড়ার রবীন্দ্র সরণিতে আকাঙ্ক্ষা বাড়িতে কাটিয়ে গিয়েছিল। এবং নিজের আসার কথা ওই যুবক আকাঙ্ক্ষারই মোবাইল থেকে জানিয়েছিল। যাতে মনে হয়, আকাঙ্ক্ষা ওই মেসেজ করেছেন। দু’রাত সে শুয়েছিল আকাঙ্ক্ষার দাদা আয়ুষের সঙ্গে এক ঘরে। সে কথা ভেবেই এখন ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন নিহত তরুণীর বাবা শিবেন্দ্র শর্মা। রবিবার দুপুরে নিজের বাড়িতে বসে কপালে হাত ঠেকিয়ে আনন্দবাজারকে বলেন, ‘‘ভাবলে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে!’’
advertisement
মনোজ কঠিন সময়ের বন্ধু: শুভ্রা
গত কয়েক দিন ধরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবং তা হয়েছে খবরের কাগজের পাতায়, টিভির পর্দায়। লক্ষ-কোটি মানুষ তা দেখেছেন এবং পড়েছেন। রবিবার সকালে টেলিফোনের অন্য প্রান্ত থেকে ধরা গলায় সেই শুভ্রা কুণ্ডু বলেন, ‘‘আমার স্বামী জেলে। আমি দু’টি ছেলেমেয়েকে নিয়ে কী ভাবে বেঁচে আছি, কতটা লড়াই চালাতে হচ্ছে, আমিই জানি। আমার পাশে না হয় কেউ না-ই থাকল। কিন্তু, এ ভাবে কেন চরিত্রহনন করা হচ্ছে?’’
advertisement
রাজ্যের রাশ হাতে নিচ্ছেন চিন্নাম্মা
দল নিয়ন্ত্রণে এসেছিল আগেই। এ বার মুখ্যমন্ত্রী হয়ে তামিলনাড়ুর প্রশাসনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পথে এগোলেন শশিকলা নটরাজন। চেন্নাইয়ে এডিএমকে-র সদর দফতরে আজ পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হয়েছেন ‘চিন্নাম্মা’। জানকী রামচন্দ্রন ও জয়ললিতার পরে তামিলনাড়ুর তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠান ৯ ফেব্রুয়ারি হবে বলে জানিয়েছে দল।
advertisement
bartaman_big11
৭ বছর আগে একই দিনে খুন বাবা-মা, উদয়নের দেখানো জায়গায় মিলল হাড়
টাকা ওড়ানো বন্ধ করে ছেলেকে রোজগারের চেষ্টা করতে বলাটাই কাল হয়েছিল উদয়নের মা ইন্দ্রাণী দাসের। তিনি শুধু চেয়েছিলেন, ছেলে যেন লাগামছাড়া জীবনযাপন বন্ধ করে। তা নিয়ে বচসার মাঝেই ২০১০ সালে মাকে গলা টিপে উদয়ন খুন করে। মায়ের খুনের বিষয়টি ধামাচাপা দিতে সে বাবা বীরেন্দ্রকুমার দাসকেও খুন করে। প্রথমে ঘুমের ওষুধ খাওয়ায়, তারপর গলা টিপে মেরে ফেলে বাবাকে। প্রেমিকা আকাঙ্ক্ষার মতোই সে বাবা-মায়ের দেহও পুঁতে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল। কিন্তু এক্ষেত্রেও শেষ রক্ষা হল না। ঘটনার দীর্ঘ সাত বছর পর রবিবার ছত্তিশগড়ের রায়পুরে সুন্দরনগর এসবিআই কলোনি এলাকায় তাদের পুরানো বাংলোর বাগানের মাটি খুঁড়ে জোড়া দেহ উদ্ধার হতেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। উদ্ধার হওয়ার পর এদিনই দেহ দু’টির নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। উদয়নের বাবা ও মা সরকারি সংস্থার উচ্চপদে কর্মরত ছিলেন। বাবার চাকরির বদলির সূত্রেই ভোপালের সাকেতনগর ছেড়ে উদয়নরা রায়পুরে চলে যায়। উচ্চ মাধ্যমিক পর্যন্ত ভালোভাবে পড়াশুনা করলেও স্নাতক স্তর থেকে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষে অনুত্তীর্ণ হওয়ার বিষয়টি গোপন রেখে বাড়ি থেকে সে নিয়মিত টাকা নিয়ে গিয়েছিল।
advertisement
শুভ্রা-মনোজ যোগে হস্তান্তরিত হয় কোটি কোটি টাকার সম্পত্তি
রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু জেলে যাওয়ার পর চিটফান্ড সংস্থার সম্পত্তি যাতে কোনও তদন্তকারী সংস্থাই বাজেয়াপ্ত করতে না পারে, তার জন্য উঠেপড়ে লেগেছিলেন তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডু। এ ব্যাপারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্তা মনোজ কুমারের পরামর্শ নিয়েছিলেন তিনি। সেইমতো রাতারাতি রোজভ্যালির বিপুল পরিমাণ সম্পত্তি হাতবদল হয়ে যায় বড় বড় এজেন্টদের নামে। খাতায়-কলমে তাঁদের মালিক দেখানো হলেও আসলে সম্পত্তির দখল রয়েছে শুভ্রাদেবীর হাতেই। হাতবদল হওয়া সম্পত্তির পরিমাণ কয়েকশো কোটি টাকা বলে জানা যাচ্ছে। অভ্যন্তরীণ তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে দাবি ইডি এবং সিবিআই আধিকারিকদের। গোটা প্রক্রিয়াটি জানার পরেও ইডি’র ওই কর্তা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ঢিলেমি করলেন কেন, তা নিয়েই প্রশ্ন উঠছে। বক্তব্য জানতে চেয়ে মনোজ কুমারকে ফোন করা হলে তিনি বলেন, এই সংক্রান্ত কোনও বিষয় নিয়ে তিনি আর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন না। অন্যদিকে, শুভ্রাদেবীর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বারবার ফোন কেটে দেন।
advertisement
আর্থিক সংগতি থাকলে কেন্দ্রীয় প্রকল্পে রেশনে ভরতুকি বাতিল
জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে (এনএফএসএ) ভরতুকিতে রেশনের চাল-গম পাওয়ার ক্ষেত্রে পরিবারের কিছু আর্থিক মাপকাঠি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। গণবন্টন ব্যবস্থা পরিচালনা সংক্রান্ত সংশোধিত কন্ট্রোল অর্ডার কয়েক মাস আগে রাজ্য খাদ্য দপ্তর জারি করেছে। কোন কোন আর্থিক মাপকাঠি থাকলে একটি পরিবার এনএফএসএ-র ভরতুকিতে খাদ্য পাওয়া থেকে বাদ পড়বে (অটো এক্সক্লুশন), তা ওই নির্দেশে উল্লেখ করা হয়েছে। শহর ও গ্রামের ক্ষেত্রে আলাদা মাপকাঠি নির্দিষ্ট করা হয়েছে। এর মধ্যে নির্দিষ্ট অঙ্কের (১০ হাজার টাকার বেশি) মাসিক আয়, আয়কর বা বৃত্তি কর প্রদান ছাড়াও পরিবারে বিভিন্ন সামগ্রী থাকার বিষয়ও আছে। এমনকী রাজ্য ও কেন্দ্রীয় সরকারি, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থা, স্বয়ংশাসিত সংস্থার গেজেটেড ও নন গেজেটেড কর্মীরা ভরতুকির খাদ্য প্রাপক তালিকা থেকে বাদ যাবেন।
অক্টোবরে খুনের মতলবেই উদয়ন বাঁকুড়া এসেছিল, অনুমান আকাঙ্ক্ষার বাবার
‘গত অক্টোবরে আমাদের খুন করতেই উদয়ন বাঁকুড়ায় এসেছিল। ওর ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা আতঙ্কে থাকব। আমরা ওর কঠোর শাস্তি চাই।’ রবিবার বাঁকুড়া শহরের রবীন্দ্র সরণির ভাড়াবাড়িতে শোকস্তব্ধ স্ত্রীকে পাশে বসিয়ে আকাঙ্ক্ষা ওরফে শ্বেতা শর্মার বাবা শিবেন্দ্রকুমার শর্মা এ কথা বলেন। বিহারের বাসিন্দা শিবেন্দ্রবাবু বাঁকুড়ার একটি রাষ্টায়ত্ত ব্যাংকের চিফ ম্যানেজার পদে কর্মরত। বছর দুয়েক তিনি এ জেলায় রয়েছেন। প্রথম থেকেই তিনি সপরিবারে রবীন্দ্র সরণির দুর্গামন্দির গলির ওই বাড়িতে ভাড়া রয়েছেন। শিবেন্দ্রবাবুর ছেলে আয়ূশ ও মেয়ে আকাঙ্ক্ষা রাজস্থান ও দিল্লিতে পড়াশুনা করেছেন। তাঁরা বাঁকুড়ার বাড়িতে খুব কমই থাকতেন। হিন্দিভাষী হওয়ায় প্রতিবেশীদের সঙ্গেও শিবেন্দ্রবাবুর কথাবার্তা খুব কম হত। যদিও মৃদুভাষী এবং নির্বিবাদী বলেই তিনি এলাকায় পরিচিত।
ei samay
‘তিন তালাক’ থাকবে ? ভোট মিটলেই বড় পদক্ষেপের হুঁশিয়ারি কেন্দ্রের
‘তিন তালাক’-এ বিচ্ছেদ ইস্যুতে বড়সড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র ৷ রবিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ জানিয়েছেন, ৫ রাজ্যের বিধানসভা ভোট নিটলেই তিন তালাক ইস্যুতে পদক্ষেপ করা হবে ৷ একইসঙ্গে সমাজবাদী পার্টি, কংগ্রেস ও বিএসপি-কে এবিষয়ে নিজেদের অবস্থান দ্রুত স্পষ্ট করতেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷
গণহত্যার বলি রোহিঙ্গারা, রাষ্ট্রপুঞ্জ
গণহত্যা ৷ শিশু থেকে প্রবীণদের খুন ৷ পরিকল্পনা অনুযায়ী ধর্ষণ ৷ ব্যাপক ধরপাকড় ৷ ইচ্ছাকৃত খাবার নষ্ট করা ৷ মায়ানমারের সেনার বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর ভয়ঙ্কর অত্যাচারের ছবি উঠে এসেছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট ৷
ডিএ বাড়বে কি, চোখ বাজেটে
আগামী ১০ ফেব্রুয়ারি শুক্রবার বিধানসভায় রাজ্যের ২০১৭-১৮ আর্থিক বর্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ এর পাঁচ দিনের মাথায় বুধবার রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালে (স্যাট)-এ শুরু হবে বকেয়া মহার্ঘভাতা নিয়ে সরকারি কর্মচারীদের মালার শুনানি ৷
জনতার চিৎকারে পথ হারাচ্ছে আচ্ছন্ন হাতি
শনিবার রাতে কোনও রকমে একটা ঘুমপাড়ানি গুলি গিয়েছিল দুর্গাপুর শহরে দাপিয়ে বেড়ানো দাঁতাল হাতিটিকে ৷ কিন্তু তাতে তাকে কাবু করা তো দূর অস্থ, রবিবার দিনভর আধাঘুমন্ত সেই হাতিকে নিয়ে জেকবার হতে হল বন দপ্তরেরকর্মীদের ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement