কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন

Last Updated:

এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ সোমবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল- anandabazar11

প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ সোমবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
anandabazar11
প্রেসিডেন্ট বিরোধী বিপুল মিছিল, তবে ট্রাম্পের তোপে সংবাদমাধ্যমই
advertisement
হোয়াইট হাউসের নতুন প্রেসসচিব শন স্পাইসার পোডিয়াম ছাড়ার সঙ্গে সঙ্গেই একটা তুমুল শোরগোল উঠল। হল্লাটা তুললেন সাংবাদিকেরা। যাঁদের সামনে শনিবারই প্রথম বার বিবৃতি দিতে এলেন ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র। এবং সটান তাঁদের একাংশকে ‘মিথ্যেবাদী’ বলে গেলেন। তার পর ওই হইচইয়ের মধ্যে শোনা গেল এক মহিলা সাংবাদিকের গলা, ‘‘শন, আমরা কিন্তু মিছিল করব!’’
advertisement
আসরে প্রিয়ঙ্কা, জট কাটিয়ে জোট করল সপা-কংগ্রেস
অভিন্ন ‘শত্রু’ বিজেপিকে হারাতে শেষ পর্যন্ত হাত মেলালেন রাহুল গাঁধী ও অখিলেশ যাদব। গত কয়েক দিনের টানটান উত্তেজনার পর রবিবার সন্ধ্যায় লখনউয়ের একটি হোটেলে কংগ্রেস ও সমাজবাদী পার্টির আসন সমঝোতার কথা ঘোষণা করলেন দুই দলের রাজ্য সভাপতি রাজ বব্বর ও নরেশ উত্তম পটেল। ঘোষণা করা হল, অখিলেশের নেতৃত্বেই উত্তরপ্রদেশ ভোটে লড়বে জোট। সপা ২৯৮টি আসনে ও কংগ্রেস ১০৫টি আসনে লড়াই করবে। দুই পক্ষই জানিয়েছে, ‘সাম্প্রদায়িক’ বিজেপিকে ঠেকাতে ও জাত-ধর্মের উপরে উঠে আমজনতার উন্নয়নের স্বার্থেই এই ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত।
advertisement
প্রথম দিনেই অঘটন, জাল্লিকাট্টুর বলি দুই
বন্ধ ছিল তিন বছর। প্রতিবাদ-আন্দোলনের পথ বেয়ে গত কাল মিলেছে ছাড়পত্র। আর তার ফলেই তামিলনাড়ু আজ ফের মেতে উঠল জাল্লিকাট্টুতে। যদিও উচ্ছ্বাসের রং প্রথম দিনেই খানিকটা ফিকে হয়ে গেল ৩ জনের মৃত্যু ও বিক্ষোভে। দু’জন মারা গিয়েছেন ষাঁড়ের গুঁতোয়। তৃতীয় জন বিক্ষোভের সময় অসুস্থ হয়ে। আহতও নেহাত কম নয়, ১২৯।
advertisement
ভারতীয় সেনা অগ্রসর হলে ‘সব অস্ত্র’ প্রয়োগ করব: হুমকি পাক সেনাকর্তার
আক্রান্ত হলেই ভারতের বিরুদ্ধে সব অস্ত্র প্রয়োগ করা হবে। পাকিস্তানের অস্ত্রাগারে যত রকমের অস্ত্র রয়েছে, সেই সব রকমের অস্ত্রকে ভারতের বিরুদ্ধে প্রয়োগ করতে পাক বাহিনী তৈরি। এমনই হুমকি দিতে শুরু করল পাক সেনা। পাক সেনার এক পদস্থ কর্তা ভারতীয় সংবাদমাধ্যমের সামনেই এমন মন্তব্য করেছেন বলে খবর।
advertisement
bartaman_big11
দুবাইতে জলসা করে টাকা পাচার করেছিলেন গৌতম
দুবাইতে জাঁকজমকপূর্ণ জলসার আয়োজন করেছিলেন রোজভ্যালিকর্তা গৌতম কুণ্ডু। সেখানে রাতভর নাচগানের অনুষ্ঠান হয়। বলিউড-টলিউডের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ও সংগীতশিল্পী হাজির ছিলেন ওই অনুষ্ঠানে। অভিযোগ,  ওই অনুষ্ঠানকে হাতিয়ার করেই তাঁরা চিটফান্ডকর্তার টাকা মধ্যপ্রাচ্যের ওই দেশে পাচার করতে সাহায্য করেছেন। যা পরে গৌতম কুণ্ডুর কাছেই জমা পড়েছে। এমনই তথ্য পেয়েছে সিবিআই। তাদের বক্তব্য, আসলে এই সমস্ত গ্ল্যামারকুইনরা হাওলা কারবারের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন এবং গৌতম কুণ্ডুর টাকা সরাতে সাহায্য করেছেন। এবার সেই অনুষ্ঠান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে। বিদেশে অনুষ্ঠানের জন্য নায়ক-নায়িকাদের পিছনেও বিপুল পরিমাণ টাকা খরচ করেন এই চিটফান্ড কর্ণধার। অনুষ্ঠান শেষে সেখানে হাজির অভ্যাগতদের জন্য ছিল এলাহি আয়োজন।
advertisement
অন্ধ্রে লাইনচ্যুত হীরাখণ্ড এক্সপ্রেস, মৃত ৩৯, আহত ৬০
শনির দশা কাটছে না ভারতীয় রেলের! কানপুরের পর এক মাসের ব্যবধানে ফের দুর্ঘটনার কবলে পড়ল দূরপাল্লার ট্রেন। এবারের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৯ জনের। আহত প্রায় ৬০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার রাত ১১টা নাগাদ অন্ধ্রপ্রদেশের বিজয়নগর জেলার কুনেরু স্টেশনের কাছে লাইনচ্যুত হয় জগদলপুর-ভুবনেশ্বর হীরাখণ্ড এক্সপ্রেস। এই দুর্ঘটনায় নাশকতার তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না রেলমন্ত্রক। পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। রেলওয়ে সুরক্ষা কমিশনারের নেতৃত্বে তদন্ত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রকের মুখপাত্র অনিল সাক্সেনা।
advertisement
পুরভোটের আগেই পাহাড়ের জন্য একগুচ্ছ প্রকল্প মমতার
পাহাড়ে চার পুরসভায় খুব শীঘ্রই ভোট। গোর্খা জনমুক্তি মোর্চার একচেটিয়া আধিপত্যে ইতিমধ্যেই কার্যত চিড় ধরেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে। পাহাড়ে পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক মানোন্নয়নে একের পর এক উন্নয়ন পর্ষদ গড়ে বিমল গুরুং অ্যান্ড কোম্পানির মৌরসিপাট্টা অনেকটাই স্তিমিত করে দিয়েছেন মমতা। পাহাড়ের সামগ্রিক উন্নয়নের সেই ধারা এবারের সফরেও অব্যাহত রাখলেন মুখ্যমন্ত্রী। রবিবার কার্শিয়াংয়ের গোথেল স্কুল ময়দানে সাতদিনের উত্তরবঙ্গ উৎসবের সূচনা করে মমতা ঘোষণা করলেন—পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে পাহাড়ে তৈরি হচ্ছে আরও তিনটি পর্ষদ। উন্নয়ন পর্ষদ হবে গুরুং ও খস জনগোষ্ঠীর জন্য। একইভাবে পাহাড়ের সংখ্যালঘু (মুসলমান, খ্রিস্টান, বাংলা এবং হিন্দিভাষী জনগোষ্ঠী) মানুষের জন্যও তৈরি হচ্ছে ‘পাহাড়িয়া মাইনরিটি বোর্ড’।
ভোটের পাঁচ রাজ্য: ৮৩ কোটিরও বেশি নগদ, সাড়ে ১২ কোটিরও বেশি মূল্যের মদ বাজেয়াপ্ত
নোট আর মদ দিয়ে যাতে ভোটারদের প্রলোভিত করা না যায়, তার জন্য পাঁচ রাজ্যের ভোটের আগে পুলিশকে দিয়ে জোর তল্লাশি চালাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন পাঁচ রাজ্যের জন্য ২০০ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে গতকাল পর্যন্ত ৮৩ কোটিরও বেশি নগদ, সাত লক্ষ লিটার মদ, যার বাজারমূল্য ১২ কোটি ৬৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে ৫০০ বোতল ক্যানড বিয়ার। পাশাপাশি ১০ কোটি ৩০ লক্ষ টাকার মাদকও উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে বেশিরভাগটাই উত্তরপ্রদেশ থেকে। সরকারি তথ্য থেকে জানা গিয়েছে, এখনও পর্যন্ত উত্তরপ্রদেশ থেকে ৭৯ কোটি ১৩ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ei samay
অবরোধে অনড় এককাট্টা ভাঙড়
ঢিবঢিবা বাজারের শ্মশান মাঠে কয়েক হাজার মানুষের জমায়েত তৃণমূলের সর্বভারতীয়-সহ সভাপতি মুকুল রায়ের মধ্যস্থতাকে ধর্তব্যের মধ্যেই আনলেন না ভাঙড়ের জমি, জীবিকা, বাস্তুতন্ত্র, পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা ৷
UP-তে অখিলেশ-রাহুল জুটিকে অভিনন্দন মমতার
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের জোটকে অভিনন্দন জানালেন তৃণমূল নেত্রী ৷ রবিবার দুই দলের মধ্যে আসন রফা চূড়ান্ত হয়েছে ৷
পাপুয়া নিউ গিনিতে তীব্র ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা
জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউ গিনি ৷ রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৯ ৷ জারি করা হয়েছে সুনামি সতর্কতা ৷ বলা হয়েছে, পাপুয়া নিউ গিনি এবং সলোমন আইল্যান্ডসের কয়েকটি উপকূলে জোয়ার-ভাঁটার সময়কার জলস্তর থেকে ১ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে ৷
জাল্লিকাট্টুতে ষাঁড়ের গুঁতোয় মৃত ২, আহত ১২৯
একদিকে বিক্ষোভ, অন্যদিকে মৃত্যু ৷ তামিলনাড়ুতেরবিবার পুদুকোট্টাইয়ে জাল্লিকাট্টুর ষাঁড়ের গুঁতোয় দুজন মারা গিয়েছেন ৷ আহত হয়েছেন ১২৯ জন ৷ অন্যদিকে, এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় জাল্লিকাট্টু নিয়ে বিক্ষোভ অব্যাহত ছিল ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement