কলম্বো জয় করে ঘরে ফিরল মোহনবাগান
Last Updated:
৪ ফেব্রুয়ারি আই লিগে ফের ম্যাচ। প্রতিপক্ষ আইজল এফসি।
#কলকাতা: কলম্বো জয় করে কলকাতা ফিরল মোহনবাগান। ৪ ফেব্রুয়ারি আই লিগে ফের ম্যাচ। প্রতিপক্ষ আইজল এফসি।
সনি-এডু ছিলেন না। তাতেও কলম্বো জয় করেই কলকাতা ফিরল মোহনবাগান। এএফসি কাপের ম্যাচে কলম্বো এফসির বিরুদ্ধে স্বস্তির জয়। আসলে এবারের মোহনবাগান অনেক পরিণত। সনি-এডু ছাড়াই বিদেশের মাঠে এই দল জিততে পারে। কলম্বো ম্যাচের পর এই বিশ্বাস তৈরি করতে পারছেন বাগান কোচ সঞ্জয় সেন। তাই পরের আই লিগের ম্যাচে নামার আগে এককথায় ফুটছে সবুজ-মেরুন। তাই কলকাতায় ফিরে বেশ হালকা মেজাজে গোটা দল। বৃহস্পতিবার থেকে ফের আই লিগের অনুশীলন শুরু করবেন সঞ্জয়। শনিবার বাগানের সামনে আইজল এফসি। পাহাড়ি এই দলকে সবসময় সমীহ করে সবুজ-মেরুন। সমতলে খেলতেও তাদের দমের কাছে বারবার হেরে গিয়েছে কলকাতার ক্লাবগুলি। তাই মাঠে নামার আগে পর্যন্ত আইজলকে নিয়ে ভাবতে চাইছেন বাগান কোচ। স্বস্তির খবর, চোট সারিয়ে এই ম্যাচে মাঠে ফিরছেন সনি নর্ডি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
February 01, 2017 7:10 PM IST