কলম্বো জয় করে ঘরে ফিরল মোহনবাগান

Last Updated:

৪ ফেব্রুয়ারি আই লিগে ফের ম্যাচ। প্রতিপক্ষ আইজল এফসি।

#কলকাতা: কলম্বো জয় করে কলকাতা ফিরল মোহনবাগান। ৪ ফেব্রুয়ারি আই লিগে ফের ম্যাচ। প্রতিপক্ষ আইজল এফসি।
সনি-এডু ছিলেন না। তাতেও কলম্বো জয় করেই কলকাতা ফিরল মোহনবাগান। এএফসি কাপের ম্যাচে কলম্বো এফসির বিরুদ্ধে স্বস্তির জয়। আসলে এবারের মোহনবাগান অনেক পরিণত। সনি-এডু ছাড়াই বিদেশের মাঠে এই দল জিততে পারে। কলম্বো ম্যাচের পর এই বিশ্বাস তৈরি করতে পারছেন বাগান কোচ সঞ্জয় সেন। তাই পরের আই লিগের ম্যাচে নামার আগে এককথায় ফুটছে সবুজ-মেরুন। তাই কলকাতায় ফিরে বেশ হালকা মেজাজে গোটা দল। বৃহস্পতিবার থেকে ফের আই লিগের অনুশীলন শুরু করবেন সঞ্জয়। শনিবার বাগানের সামনে আইজল এফসি। পাহাড়ি এই দলকে সবসময় সমীহ করে সবুজ-মেরুন। সমতলে খেলতেও তাদের দমের কাছে বারবার হেরে গিয়েছে কলকাতার ক্লাবগুলি। তাই মাঠে নামার আগে পর্যন্ত আইজলকে নিয়ে ভাবতে চাইছেন বাগান কোচ। স্বস্তির খবর, চোট সারিয়ে এই ম্যাচে মাঠে ফিরছেন সনি নর্ডি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলম্বো জয় করে ঘরে ফিরল মোহনবাগান
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement