দুর্ঘটনায় জখম শামির ‘বডিগার্ড’ এখন কে ? যাঁর জন্য হাসিন-শামি সাক্ষাৎ প্রায় অসম্ভব !
Last Updated:
মেয়ে বেবোকে নিয়ে দুর্ঘটনায় জখম স্বামীকে দেখতে গিয়েছিলেন হাসিন জাহান ৷
#নয়াদিল্লি: মেয়ে বেবোকে নিয়ে দুর্ঘটনায় জখম স্বামীকে দেখতে গিয়েছিলেন হাসিন জাহান ৷ তিক্ততা ভুলেই মানবিকতার খাতিরেই কলকাতা থেকে দিল্লি উড়ে গিয়েছিলেন তিনি ৷ কিন্তু তাতে আদতে কোনও লাভ হয়নি ৷ উল্টে শামির কাছে হুমকিই শুনতে হয়েছে হাসিনকে ৷ দিল্লিতে মেয়ের সঙ্গে শামি কথা বলার পাশাপাশি বেশ কিছুটা সময় ধরে খেললেও স্ত্রী-র সঙ্গে প্রায় কোনও কথাই বলেননি তিনি ৷ শুধু একটাই কথা বলেছিলেন, ‘‘ দেখা হবে এবার আদালতে ৷ ’’
শামির সঙ্গে হাসিনের কথা বলার পথে এখন সবচেয়ে বড় বাধা অবশ্য শামির নতুন ‘বডিগার্ড’ ৷ কে তিনি ? আসলে বডিগার্ড বলতে এখন যাঁকে বোঝানো হচ্ছে, তিনি হলেন শামির মা ৷ যিনি হাসপাতাল থেকে শুরু করে হোটেল, সর্বত্রই এখন ছায়ার মতো রয়েছেন শামির পাশে ৷ ছেলের সঙ্গে হাসিনকে কোনও কথাই বলতে দেননি তিনি ৷ হোটেল থেকে বেরিয়ে এসেই হাসিন জানিয়েছিলেন, ‘‘ শামির সঙ্গে আমার দেখা হয়েছে। মেয়ের সঙ্গে খেলেওছে ও। তবে শামির মা এখন ওর বডিগার্ডের মতো আচরণ করছেন। শামি আমার সঙ্গে কথা বলতে অস্বীকার করেছে। উল্টে আমাকে হুমকি দিয়েছে যে এবার যা কথা কোর্টেই হবে ৷ ’’
advertisement
advertisement
রবিবার সকালে দেহরাদুন থেকে দিল্লি আসার সময় পথদুর্ঘটনায় চোট পান শামি ৷ তাঁর অবস্থা এখন স্থিতিশীল হলেও হাসিনের সঙ্গে এখন কোনওরকম আপোস করতে নারাজ ভারতীয় পেসার ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2018 2:47 PM IST