'স্পিডব্রেকার' বনাম 'এক্সপায়ারিবাবু' , মোদি-মমতার সেরা ১০ রাজনৈতিক তরজা

Last Updated:
#কলকাতা:  নির্বাচনী প্রচার ঘিরে পশ্চিমবঙ্গে উত্তেজনা তুঙ্গে। আজ শিলিগুড়ি ও কলকাতার ব্রিগেড মাঠে জোড়া সভা করেছেন নরেন্দ্র মোদি । অন্যদিকে কোচবিহারের দিনহাটায় পাল্টা প্রচারসভায় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । জনসভা থেকে স্বাভাবিকভাবেই একে অপরকে আক্রমণ করেছেন মোদি ও মমতা । দেখে নিন মোদি-মমতার সেরা ১০ মন্তব্য :
১. বাংলায় ক্ষমতা থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন মোদি ৷ বলেন, ‘স্পিডব্রেকার উঠলেই উন্নয়ন ৷ স্পিডব্রেকার সরার অপেক্ষায় আছি ৷ সব বাধা সত্ত্বেও চৌকিদার কাজ করছে ৷’
২.দিনহাটার সভা থেকে মমতার পাল্টা জবাব, 'মোদির সময়সীমা অতিক্রান্ত হয়ে গিয়েছে। তিনি এখন প্রধানমন্ত্রী নন, তিনি এখন ''এক্সপায়ারিবাবু''।
advertisement
৩.দেশের গরিব মানুষদের জন্য কাজ করেছেন মোদি ।ব্রিগেডের জনসভায় মোদির দাবি-'গরিবদের জন্য কাজ করা যদি অপরাধ হয়, তাহলে সেই অপরাধ করেছি আমি'।
advertisement
৪. মোদিকে পাল্টা জবাব দিয়েছেন মমতা-‘‘উনি বলছেন,গরিবের জন্য কাজ হয়নি পশ্চিমবঙ্গে,গায়ের জোরে মিথ্যা কথা বলছেন মোদি,ক্ষমতা থাকলে মুখোমুখি বিতর্কে বসুন,চৌকিদারকে আমি জবাব দেব'।
৫. ১৯ এর মোদি-বিরোধী ব্রিগেড জনসমাবেশকে 'জলসা' বলে আখ্যা দিয়েছেন মোদি । তিনি জানিয়েছেন-'রাজ্যে মমতার রাজনৈতিক ভিত কেঁপে গিয়েছে। হঠাৎ কেন মোদি হঠাও শ্লোগান বিরোধীদে'?
৬. সাম্প্রতিক পুলওয়ামা হামলা নিয়ে বিরোধীদের আক্রমণ করেছেন মোদি । এয়ারস্ট্রাইক নিয়ে কারা প্রশ্ন তোলে?কারা সেনাদের হতাশ করেছে?সেনাকে অপমান কারা করেছে?। সেনার সাফল্যকে নাটক বলা হচ্ছে,তৃণমূলকে কটাক্ষ করেছেন মোদি।
advertisement
৭. সেনার রক্তে রাজনীতি করছেন মোদি, পাল্টা জবাব দিয়েছেন মমতা । ‘প্রচারে সেনার কথা উল্লেখ নিষেধ কমিশনের,মোদি কী করে সেনার কথা বলছেন, প্রশ্ন মমতার।মোদির কাছে জাতীয়তাবাদ শিখব না:মমতা
আমরা জাতীয়তাবাদী,মোদি ফ্যাসিস্ট, মন্তব্য মমতার।
৮. ব্রিগেডে হ্যাঙারে সভা নিয়েও কটাক্ষ করেছেন মমতা। তিনি জানিয়েছেন-'টাকার হাঙররা হ্যাঙারে মিটিং করছে,জনতার টাকায় হ্যাঙারে সভা বিজেপির। ‘২৩ মে-র পর ওই হ্যাঙারেই লুকোতে হবে’।
advertisement
৯. তৃণমূল সরকারকে আক্রমণ করে মোদির বক্তব্য-পিসি-ভাইপো পরিবারতন্ত্র চালাচ্ছে, পরিবারতন্ত্র শেষ করতে পরিবর্তন চাই'।
১০. দিনহাটার সভায় মোদিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার-‘আগে বাংলায় একটা আসন পেয়ে দেখান’। পাশাপাশি মমতা জানিয়েছেন রাজ্যে কোনওভাবেই এনআরসি প্রযোজ্য হবে না।
বাংলা খবর/ খবর/কলকাতা/
'স্পিডব্রেকার' বনাম 'এক্সপায়ারিবাবু' , মোদি-মমতার সেরা ১০ রাজনৈতিক তরজা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement