Railway Porter: অত্যাধুনিক চাকা লাগানো ট্রলি ব্যাগে রেলস্টেশনে কমেছে মালবাহকদের চাহিদা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:SHANKU SANTRA
Last Updated:
Railway Porter: এখন সবাই চাকা লাগানো ট্রলি ব্যাগ কিনে নিয়েছেন।যার ফলে তাঁদের আর মালবাহকের প্রয়োজন হয় না।
কলকাতা: ইদানীং অত্যাধুনিক মালপত্রের যোগানে কমে গিয়েছে মালবাহকদের চাহিদা। শিয়ালদহ স্টেশনে গিয়ে দেখা গেল,বর্ষীয়ান মালবাহক নিমাই যাদব,কমলেশ যাদবরা সবাই স্টেশনের আগত যাত্রীদের পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন।যাঁরাই ট্রেন থেকে নামছেন,কিংবা ট্যাক্সিতে এসে ব্যাগ নিয়ে ট্রেনে চড়বার জন্য যাচ্ছেন, প্রত্যেককেই অনুরোধ করছে তাঁরা।
প্রত্যেকের হাতে এখন ট্রলি ব্যাগ। ট্রলি ব্যাগের উপর আরও একটি করে ব্যাগ বসিয়ে নিয়ে যাত্রীরা চলেছেন স্টেশনের ভেতরে। নিমাই যাদব বলেন, তিনি চল্লিশ বছর মালবাহকের কাজ করছেন শিয়ালদহ স্টেশনে।আগে রোজগার ছিল সারাদিনে ৬০০ থেকে ১০০০ টাকা।এখন সেই রোজগার কমে সারা দিনে ২০০ থেকে ২৫০ টাকায় দাঁড়িয়েছে। তাঁর দাবি স্টেশনের বাইরে মসৃণ রাস্তা হয়ে গেছে।কোথাও খানাখন্দ কিংবা জল জমে থাকে না।তার উপর এখন সবাই চাকা লাগানো ট্রলি ব্যাগ কিনে নিয়েছেন।যার ফলে তাঁদের আর মালবাহকের প্রয়োজন হয় না।
advertisement
আরও পড়ুন : চৈত্র আকাশে চাঁদ-শুক্রের মহাজাগতিক যুগলবন্দি, জানুন এর কারণ, দেখুন অপূর্ব ছবি
যদি কেউ একটু ভারী মালপত্র নিয়ে আসে,তবেই রোজগার হয় মালবাহকদের। যুগ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে মালবাহকদেরও সেদিন আর নেই। কমলেশ বলেন, 'আস্তে আস্তে স্টেশনের ভিতরে আধুনিক ব্যবস্থা হচ্ছে। সেজন্য নতুন করে আর কেউ মালবাহকদের কাছে আসছেন না।' এককথায় ট্রলি ব্যাগ মালবাহকদের রোজগারে আঘাত করেছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2023 12:11 AM IST