Mithun Chakraborty Dadasaheb Phalke Awards: দাদাসাহেব ফালকে পাচ্ছেন মিঠুন, ‘যোগ্য লোককে যোগ্য পুরস্কার দেওয়া হয়েছে...’ প্রতিক্রিয়া শুভেন্দু-সুকান্তর

Last Updated:

শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘যোগ্য লোককে যোগ্য পুরস্কার দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদির সরকার সঠিক ব্যক্তিকেই পুরস্কৃত করেন। যোগ্য অভিনেতা প্রকৃত অভিনেতাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হচ্ছে।’’

দাদাসাহেব ফালকে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
দাদাসাহেব ফালকে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: তাঁদের দলের তারকা নেতা মিঠুন চক্রবর্তীর দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়া প্রসঙ্গে কী বললেন শুভেন্দু- সুকান্তরা? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘যোগ্য লোককে যোগ্য পুরস্কার দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদির সরকার সঠিক ব্যক্তিকেই পুরস্কৃত করেন। যোগ্য অভিনেতা প্রকৃত অভিনেতাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হচ্ছে। বাংলা বাঙালির আবেগের সঙ্গে মিঠুন চক্রবর্তীর আত্মিক যোগ রয়েছে। তাছাড়া আমি যে দল করি সেই দলের তিনি একজন শুভ চিন্তক। তাই মিঠুন চক্রবর্তীকে মনোনীত করায় আমরা গর্বিত, আনন্দিত।’’
অন্যদিকে সমাজ মাধ্যমে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার লিখেছেন, ‘‘ভারত সরকার কর্তৃক প্রদত্ত চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত হতে চলেছেন বাংলার তথা ভারতবর্ষের অন্যতম গর্ব মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয়। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান অবিস্মরণীয়। বাংলা তথা সমগ্র বাঙালি জাতির মুখ উজ্জ্বল করার জন্য তাঁকে অভিনন্দন জানাই। আমরা গর্বিত।’’
advertisement
advertisement
দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী৷ আগামী ৮ অক্টোবর এই সম্মানে ভূষিত হতে চলেছেন মিঠুন চক্রবর্তী।‌ ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার। ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
advertisement
গতকাল, সোমবার প্রথম কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ খবর প্রকাশ্যে আনেন। মিঠুনকে দাদাসাহেব ফালকে পুরস্কারের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘আমি আনন্দিত যে শ্রী মিঠুন চক্রবর্তী ভারতীয় চলচ্চিত্রে তাঁর অতুলনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি একজন সাংস্কৃতিক আইকন, তাঁর বহুমুখী অভিনয়ের জন্য তিনি বিশ্বজুড়ে প্রশংসিত। তাঁকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mithun Chakraborty Dadasaheb Phalke Awards: দাদাসাহেব ফালকে পাচ্ছেন মিঠুন, ‘যোগ্য লোককে যোগ্য পুরস্কার দেওয়া হয়েছে...’ প্রতিক্রিয়া শুভেন্দু-সুকান্তর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement