দুর্ঘটনার আগে গাড়িতে কী করছিলেন সোনিকা-বিক্রম?

Last Updated:

প্রশ্ন রয়ে গিয়েছে বাড়ির নীচে আধ ঘণ্টা গাড়িতে কী করছিলেন সোনিকা-বিক্রম?

#কলকাতা: মঙ্গলবারের পর বুধবারও ম্যারাথন জেরার মুখোমুখি বিক্রম চট্টোপাধ্যায় ৷ দুর্ঘটনার রাতে কী হয়েছিল? কোথায় কোথায় গিয়েছিলেন সোনিকা-বিক্রম? কী করেছিলেন তারা? সোনিকা মৃত্যুর গভীরে যেতে এই প্রশ্নগুলিরই উত্তর খুঁজছে তদন্তকারী অফিসাররা ৷ বয়ানে উঠে আসা তথ্যে বেশ কিছু জায়গায় খটকা ৷ প্রশ্ন রয়ে গিয়েছে বাড়ির নীচে আধ ঘণ্টা গাড়িতে কী করছিলেন সোনিকা-বিক্রম? বিক্রম-সোনিকার ফোনের টাওয়ার লোকশন বয়ানের সঙ্গে মিলিয়ে দেখছে পুলিশ ৷
সোনিকা রহস্য মৃত্যুর তদন্ত সিট গঠন করেছিল টালিগঞ্জ থানা। মঙ্গলবার রাতে সাড়ে তিন ঘণ্টা ধরে বিক্রমের বয়ান রেকর্ড করে সিট ৷ রাত একটা চল্লিশ থেকে বিকেল চারটে গড়িয়ে চলে জেরা পর্ব ৷ বিক্রমকে তদন্তকারী অফিসাররা যে প্রশ্ন করেন তা হল-
- ২৮ তারিখ রাতে কোথায় কোথায় পার্টি বা হোটেলে গিয়েছিলেন?
advertisement
advertisement
- মদ্যপান করেছিলেন?
- হোটেল থেকে বেরিয়ে তিনি কোথায় গিয়েছিলেন?
- হোটেল থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছতে ১৫ মিনিট সময় লাগে
- সেখানে পৌঁছতে কেন সওয়া এক ঘণ্টা লাগল?
- সোনিকাকে বাড়ি পৌঁছে দিতে কেন ঘুরপথ ধরেছিলেন?
দুর্ঘটনাটি কী অবস্থায় হয়েছিল, মত্ত ছিল কি না? প্রশ্নের উত্তরে বিক্রম গোটা বিষয়ে ধোঁয়াশা রেখে বলেন, ‘মনে পড়ছে না ৷’ দু’জনের ফোন ঘেঁটে ২৮ তারিখ দু’জনের লোকেশন খতিয়ে দেখছে তদন্তকারী দল ৷
advertisement
২৮ এপ্রিল রাত ৯.৩০ থেকে পরদিন ভোর ৩.৩০ অবধি একসঙ্গে ছিলেন সোনিকা-বিক্রম ৷ পার্ক স্ট্রিট-ক্যামাক স্ট্রিট-সুইনহো লেন-কসবা হয়ে তারপর দেশপ্রিয় পার্ক-রাসবিহারী অ্যাভিনিউ ৷ পুলিশ সূত্রে খবর, বিক্রমের দেওয়া ঘটনাক্রমের বয়ানের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ ৷ বিক্রমের মোবাইল টাওয়ার লোকেশনের সঙ্গে মিলছে অভিনেতার দেওয়া তথ্য ৷
রাজডাঙা মেন রোডে সুইনহো লেনেই বিক্রমের বাড়ি। সিসিটিভির রেকর্ড বলছে আধঘণ্টা বাড়ির নীচে গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলেন বিক্রম ৷ প্রশ্ন রয়ে গিয়েছে বাড়ির নীচে আধ ঘণ্টা গাড়িতে কী করছিলেন সোনিকা-বিক্রম? সম্পর্কের টানাপোড়েন মেরামত করতেই কি আলোচনা করছিলেন দু’জন? নাকি সোনিকাকে নিজের বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন বিক্রম ৷ তাতে কি রাজি হননি সোনিয়া ? তাই গাড়ি থেকে না নেমেই ফের গাড়ি ঘুরিয়ে সোনিকাকে বাড়ি ছাড়তে যান টেলিসিরিয়ালের জনপ্রিয় নায়ক ৷ উঠছে নানা প্রশ্ন ৷ অসমর্থিত সূত্রের খবর, গাড়িতে নাকি দু’জনের মধ্যে মন কষাকষির জেরেই ঘটে দুর্ঘটনা ৷ তবে কি হাতাহাতি হয়েছিল বিক্রম- সোনিকার মধ্যে? বিক্রমের দেওয়া তথ্য যাচাই করতে তাদের দু’জনের বন্ধুদের সঙ্গেও কথা বলবে পুলিশ ৷
advertisement
গতকাল বিক্রম বলেন, ২৮ তারিখ পার্কস্ট্রিটের মিক্স পাবের খোলা ছাদে আড্ডার পরিকল্পনা ছিল সোনিকা ও বন্ধুদের সঙ্গে ৷ কিন্তু বিক্রম ছাদে যাননি, তাহলে তখন বিক্রম কোথায় ছিলেন? উত্তর এখনও মেলেনি ৷ সেখান থেকে ক্যামাক স্ট্রিটের বার কাম রেস্ট্ররেন্টে রাম কেনেন ৷ দু’জনেই মদ্যপান করেন, সোনিকা অন্য বন্ধুদের সঙ্গে সাড়ে নটায় এক পেগ মদ খেয়েছিলেন বিক্রম ৷ এরপর অন্য একটি হোটেলে চলে পার্টি ৷ সেখানকার সিসিটিভি ও মোবাইল ফুটেজে গ্লাস হাতে দেখা গিয়েছে বিক্রমকে ৷
advertisement
সিসিটিভি বলছে রাত ২.১৮ নাগাদ এজেসি বোস রোডের হোটেল থেকে বেরিয়ে যায় তারা ৷ এরপর সাড়ে তিনটে নাগাদ লেকমলের সামনে ঘটে দুর্ঘটনা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দুর্ঘটনার আগে গাড়িতে কী করছিলেন সোনিকা-বিক্রম?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement