খাস কলকাতার বুকে ঘরের ছিটকিনি আটকে ৩০ হাজার টাকা ও ৭ ভরি গয়না নিয়ে পালাল দুষ্কৃতিরা
Last Updated:
কয়েকদিন আগেই এই এলাকায় চুরির ঘটনা ঘটেছিল ৷ ফের ঘনবসতিপুর্ণ এলাকায় এই ধরনের চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা ৷
#গড়িয়া: গড়িয়ার বালিয়াতে বাইরে থেকে ছিটকানি লাগিয়ে বৃদ্ধার বাড়িতে দুঃসাহসিক চুরি ৷ গড়িয়া ষ্টেশন রোডের মৈত্রী অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে থাকেন ৭০ বছরের বৃদ্ধা গীতশ্রী সেন ৷ বাড়ি থেকে খোয়া গিয়েছে নগদ ৩০ হাজার টাকা ও ৭ ভরি সোনার গয়নাসহ নানান জিনিসপত্র ৷ কয়েকদিন আগে তিনি সাঁতরাগাছিতে মেয়ের বাড়িতে যান ৷ বাড়িতে ছেলে ও বৌমা অন্যঘরে ছিলেন ৷ তাদের ঘরের বাইরে থেকে ছিটকিনি দিয়ে দেওয়া হয় ৷ সকালবেলা তাঁরা দরজা খুলতে গিয়ে দেখেন দরজা বন্ধ ৷ শেষ পর্যন্ত দরজা ভেঙে তাঁরা বাইরে বের হন ৷ দেখেন পাশে মায়ের ঘরের দরজা খোলা ৷ ঘরে ঢুকে দেখা যায় আলমারি তছনছ করা হয়েছে ৷ বিছানা জুড়ে জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে ৷ তখন আবাসনের অন্যান্যদের খবর দেওয়া হয় ৷
নরেন্দ্রপুর থানাতেও ফোন করে বিষয়টি জানানো হয় ৷ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অ্যাপার্টমেন্টের সিসি ক্যামেরায় মুখ ঢাকা অবস্থায় দু’জনকে ঢুকতে দেখা যায় ৷ কয়েকদিন আগেই এই এলাকায় চুরির ঘটনা ঘটেছিল ৷ ফের ঘনবসতিপুর্ণ এলাকায় এই ধরনের চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 24, 2019 3:43 PM IST