মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পাড়ায় দুষ্কৃতী দৌরাত্ম্য
Last Updated:
মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পাড়ায় দুষ্কৃতী দৌরাত্ম্য
#কলকাতা: মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পাড়ায় দুষ্কৃতী দৌরাত্ম্য। প্রোমোটারকে লক্ষ করে চলল গুলি। অল্পের জন্য বাঁচলেন মিলন চট্টোপাধ্যায়। এখনও পর্যন্ত অধরা অভিযুক্ত। প্রশ্নের মুখে বেহালা পর্ণশ্রীর নিরাপত্তা।
ফের গুলি রাতের শহরে। বেহালা পর্ণশ্রীতে খোদ মেয়রের পাড়ায় আতঙ্ক। রবিবার সন্ধেয় প্রোমোটার মিলন চট্টোপাধ্যায়কে লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতী। অল্পের জন্য রক্ষা পান তিনি।
পেশায় দমকলকর্মী মিলন চট্টোপাধ্যায়। পাশাপাশি প্রোমোটিংয়ের ব্যবসাও রয়েছে। ১৯৯৮ সালেও তাঁকে লক্ষ করে গুলি করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় বেশ কয়েকজন গ্রেফতার করা হয়। বর্তমানে অভিযুক্তরা জামিনে মুক্ত। তাদের মধ্যেই কেউ রবিবারের হামলার সঙ্গে যুক্ত কি না, তাই নিয়ে তদন্তে নেমেছে পর্ণশ্রী থানার পুলিশ।
advertisement
advertisement
প্রাণে বেঁচেছেন মিলনবাবু। তাঁর বাড়ির সামনে বসানো হয়েছে পুলিশ পিকেট। তারপরও রবিবারের ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে মেয়রের এলাকার নিরাপত্তা নিয়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 06, 2017 11:47 AM IST