খেলার মাঠে উটকো লোকের হানা !! তারপর ?
Last Updated:
খেলার মাঠে উটকো লোকের হানা। গন্ডগোল। মাঠে পুলিশ।
#কলকাতা: খেলার মাঠে উটকো লোকের হানা। গন্ডগোল। মাঠে পুলিশ। সোমবার ক্লাব ক্রিকেটের দ্বিতীয় ডিভিশন ম্যাচের ঘটনা। হাওড়া ইউনিয়ন ও সালকিয়া ফ্রেন্ডসের ম্যাচ চলাকালীন হঠাৎ মাঠে ঢুকে পড়েন একজন ব্যক্তি। মাঠে ঢুকতে বাধা দেন ম্যাচ অবজারভার। বচসা বাঁধে ক্রিকেটারদের সঙ্গে। এরপর পুলিশে অভিযোগ জানান ওই ব্যক্তি। ময়দান থানায় শারীরিক নিগ্রহের অভিযোগ করেন তিনি। অভিযোগ পেয়ে মাঠে আসে পুলিশ। তবে সিএবির তরফ থেকে থানায় যোগাযোগ করে পুরো বিষয়টি বুঝিয়ে বলা হয়।
এদিকে যতদিন না ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন করে নির্বাচন হচ্ছে ততদিন নতুন প্যানেলের হাতেই থাকবে বিসিসিআই-এর পরিচালনার দায়িত্ব। যে প্যানেলে থাকছেন, ইতিহাসবিদ ও ক্রিকেট লেখত রামচন্দ্র গুহ, প্রাক্তন মহিলা ক্রিকেটার ডায়ানা এডুলজি, ভারতের প্রাক্তন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বিনোদ রাই ও আইডিএফসি-র সিইও বিক্রম লামায়ে। বিনোদ রাইয়ের নেতৃত্বে কাজ করবে এই প্যানেল। বিসিসিআই-এর প্রতিদিনের দায়িত্ব সামলাবেন চিফ এক্সিকিউটিভ অফিসার রাহুল জহরি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 31, 2017 1:56 PM IST