Kolkata: খাস কলকাতার বুকে নাবালিকাকে হাত-পা বেঁধে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ১

Last Updated:

Kolkata: সরশুনা থানার অন্তর্গত চন্দ্রপল্লিতে নাবালিকাকে হাত-পা বেঁধে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার এক, পলাতক আরও এক অপরাধী।

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। প্রতীকী ছবি।
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। প্রতীকী ছবি।
কলকাতাঃ সরশুনা থানার অন্তর্গত চন্দ্রপল্লিতে নাবালিকাকে হাত-পা বেঁধে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার এক, পলাতক আরও এক অপরাধী। সরশুনা চন্দ্রপল্লিতে দুই নাবালিকা বন্ধু খেলতে বেরিয়েছিল, বৃহস্পতিবার বিকেলে। সন্ধ্যায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু কোনওভাবে সন্ধান পাওয়া যাচ্ছিল না। এরপর এলাকার লোকজন মিলে খোঁজ শুরু করে।
সরশুনা চন্দ্রপল্লিতে একটি বন্ধ ঘরের মধ্যে গিয়ে দেখে বেশ কয়েকজন যুবক সেই ঘরের মধ্যে রয়েছে এবং বাচ্চা দুটির মধ্যে একজনের হাত-পা বাঁধা। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে এবং অভিযুক্তদের ধরে ফেললেও একজন পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। তারপর তড়িঘড়ি সরসুনা থানায় এসে পরিবারের লোকজন অভিযোগ জানায় দুটি বাচ্চা মেয়েকে সঙ্গে নিয়ে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি, রাজ্যে কবে খুলবে স্কুল-কলেজ? বাড়ল নাকি কমল ছুটি? লক্ষ লক্ষ পড়ুয়াদের জন্য এল নির্দেশ
এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে একজন অভিযুক্তকে আটক করেছে। বাকি একজন পলাতক। স্থানীয় মানুষজনের বক্তব্য যে তারা যৌন নির্যাতনের শিকার। যদি ঠিক সময় না যাওয়া হত, তাহলে হয়তো বাচ্চা দুটি মেয়ের জীবন বিপন্ন হতে পারত। ইতিমধ্যে পকসো আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সরশুনা থানা গোটা ঘটনা খতিয়ে দেখছে। অভিযুক্ত সুখেন গ্রেফতার, কালু এখনও পলাতক।
advertisement
Samir Mondal
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata: খাস কলকাতার বুকে নাবালিকাকে হাত-পা বেঁধে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ১
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement