Minor Death Case: ১৫ দিনে ১৫ লাখ টাকা! মল্লারপুরে নাবালকের মৃত্যুতে রেকর্ড ক্ষতিপূরণ নির্দেশ হাইকোর্টের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Minor Death Case: মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএসসি শিবাঙ্গনম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ১৫ দিনের মধ্যে নাবালকের পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
কলকাতা: বীরভূমের মল্লারপুরে নাবালকের মৃত্যুর ঘটনায় ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএসসি শিবাঙ্গনম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ১৫ দিনের মধ্যে নাবালকের পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
এই মামলায় পুলিশের ভূমিকার সমালোচনা করে উচ্চ আদালত। হাই কোর্টের নির্দেশ, আগামী দিনে কোনও নাবালকের বিরুদ্ধে পদক্ষেপ করার আগে পশ্চিমবঙ্গ জুভেনাইল জাস্টিস আইন (২০১৭) মেনে চলতে হবে পুলিশকে।
advertisement
২০২০ সালের ২৯ অক্টোবর বীরভূমের মল্লারপুরের রেলপাড় খালাসিপাড়ার বাসিন্দা ১৫ বছরের এক নাবালককে চুরির সন্দেহে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, থানার একটি ঘরে রাখা হয়। সেখান থেকেই নাবালকের মৃতদেহ উদ্ধার হয়। কী ভাবে তার মৃত্যু হয় তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
advertisement
২০২০ সালের ২৯ অক্টোবরের ঘটনা। এই ঘটনায় মল্লারপুরে নাবালকের হেফাজতে মৃত্যু নিয়ে স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা করে কলকাতা হাইকোর্ট। ১৮ শুনানির পর অবশেষে রায় ঘোষণা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গনম ডিভিশন বেঞ্চ-এর। সাম্প্রতিক সময়ে রাজ্যে রেকর্ড গড়ল হেপাজতে মৃত্যুতে বিরাট অঙ্কের এই ক্ষতিপূরণ।
অর্ণব হাজরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2023 5:58 PM IST