Minor Death Case: ১৫ দিনে ১৫ লাখ টাকা! মল্লারপুরে নাবালকের মৃত্যুতে রেকর্ড ক্ষতিপূরণ নির্দেশ হাইকোর্টের

Last Updated:

Minor Death Case: মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএসসি শিবাঙ্গনম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ১৫ দিনের মধ্যে নাবালকের পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

নাবালকের মৃত্যুতে ক্ষতিপূরণের  নির্দেশ হাইকোর্টের
নাবালকের মৃত্যুতে ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টের
কলকাতা: বীরভূমের মল্লারপুরে নাবালকের মৃত্যুর ঘটনায় ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএসসি শিবাঙ্গনম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ১৫ দিনের মধ্যে নাবালকের পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
এই মামলায় পুলিশের ভূমিকার সমালোচনা করে উচ্চ আদালত। হাই কোর্টের নির্দেশ, আগামী দিনে কোনও নাবালকের বিরুদ্ধে পদক্ষেপ করার আগে পশ্চিমবঙ্গ জুভেনাইল জাস্টিস আইন (২০১৭) মেনে চলতে হবে পুলিশকে।
advertisement
২০২০ সালের ২৯ অক্টোবর বীরভূমের মল্লারপুরের রেলপাড় খালাসিপাড়ার বাসিন্দা ১৫ বছরের এক নাবালককে চুরির সন্দেহে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, থানার একটি ঘরে রাখা হয়। সেখান থেকেই নাবালকের মৃতদেহ উদ্ধার হয়। কী ভাবে তার মৃত্যু হয় তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
advertisement
২০২০ সালের ২৯ অক্টোবরের ঘটনা। এই ঘটনায় মল্লারপুরে নাবালকের হেফাজতে মৃত্যু নিয়ে স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা করে কলকাতা হাইকোর্ট। ১৮ শুনানির পর অবশেষে রায় ঘোষণা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গনম ডিভিশন বেঞ্চ-এর। সাম্প্রতিক সময়ে রাজ্যে রেকর্ড গড়ল হেপাজতে মৃত্যুতে বিরাট অঙ্কের এই ক্ষতিপূরণ।
অর্ণব হাজরা
বাংলা খবর/ খবর/কলকাতা/
Minor Death Case: ১৫ দিনে ১৫ লাখ টাকা! মল্লারপুরে নাবালকের মৃত্যুতে রেকর্ড ক্ষতিপূরণ নির্দেশ হাইকোর্টের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement