কেক, মিষ্টি ,রসগোল্লা নিয়ে প্রস্তুত সুব্রত-পার্থ- চন্দ্রিমারা 

Last Updated:

ভাবছেন হলো টা কি ? কাকে দেওয়ার জন্য এতো তোড়জোড় ।

#কলকাতা: স্পেশাল কেক অর্ডার দিয়েছেন সুব্রত মুখোপাধ্যায় , রসগোল্লার হাঁড়ি সাজাচ্ছেন চন্দ্রিমা ভট্রাচার্য , ফুল আর মিষ্টির প্যাকেট দিয়ে উপহারের ডালি তৈরি করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের তরফে ।শংসাপত্র আর ফুলের তোড়া সাজাচ্ছে ফিরহাদ হাকিমের নির্দেশে কলকাতা পুরসভা ।ভাবছেন হলো টা কি ? কাকে দেওয়ার জন্য এতো তোড়জোড় ।
উত্তর হবে স্থানীয় থানার পুলিশকে দেওয়ার জন্য এতো তোড়জোড় । পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করবে রাজ্য সরকার । রাজ্যে ওইদিন টিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী র উদ্দেশে উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওইদিন নবান্ন সভাঘরে বেলা একটার সময় পুলিশ বাহিনীকে সংবর্ধিত করবেন মুখ্যমন্ত্রী ।কোভিড যুদ্ধে বাহিনীর অসামান্য অবদানের জন্য পুরস্কৃত করা হবে পুলিশের জওয়ান দের । তবে মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানের পাশেই সকাল থেকে স্থানীয় থানায় থানায় যাবেন রাজ্যের গুরুত্বপুর্ণ মন্ত্রী রা । পয়লা সেপ্টেম্বর বেলা এগারোটায় গড়িয়াহাট থানায় এক বিশাল কেক উপহার নিয়ে যাবেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । তিন ফুট বাই তিন ফুটের ওই বিশাল কেক অর্ডার দেওয়া হয়েছে এক নামী কেক প্রস্তুতকারক সংস্থা কে । ওইদিন ই সকাল এগারোটায় কলকাতা পুরসভা সংবর্ধিত করবে নিউ মার্কেট থানার কর্মরত পুলিশ বাহিনী কে । উপস্থিত থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম । রসগোল্লার হাঁড়ি নিয়ে ওইদিনই এয়ারপোর্ট , নিমতা থানা সহ চার থানায় যাবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । ঠাকুরপুকুর  , বেহালা , সরশুনা থানায় মিষ্টির প্যাকেট হাতে যাবেন পার্থ চ্যাটার্জি । সব মিলিয়ে নিছক নবান্নের  আনুষ্ঠানিকতা নয় , সার্বিক ভাবে পুলিশ দিবসের বার্তা পৌঁছে দিতে রাস্তায় মমতার মন্ত্রিসভা ।।
advertisement
SOURAV GUHA
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
কেক, মিষ্টি ,রসগোল্লা নিয়ে প্রস্তুত সুব্রত-পার্থ- চন্দ্রিমারা 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement