Mamata Banerjee: তৈরি প্রাপকদের তালিকা, ডিসেম্বরেই মোটা টাকা পাবেন রাজ্যের লক্ষ-লক্ষ মানুষ! কোন প্রকল্পে জানেন?
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee: ডিসেম্বর মাসে রাজ্য সরকার বাড়ি তৈরির টাকা দেবে।টাকা দেওয়া হবে ''বাংলার বাড়ি" প্রকল্পে। গ্রামে গ্রামে এই বিষয়ে প্রচার নামার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কলকাতাঃ রাজ্যের টাকাতেই ”বাংলার বাড়ি”। কেন্দ্রীয় সরকার আবাসে কোনও অর্থ দিচ্ছে না। বারবার আন্দোলন বা দৃষ্টি আকর্ষণ করার পরেও মেলেনি সদুত্তর। ডিসেম্বর মাসে রাজ্য সরকার বাড়ি তৈরির টাকা দেবে।টাকা দেওয়া হবে ”বাংলার বাড়ি” প্রকল্পে। গ্রামে গ্রামে এই বিষয়ে প্রচার নামার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুনঃ ঘন মেঘে ঢাকছে আকাশ! কালীপুজো-ভাইফোঁটা কেমন যাবে? ৪ জেলায় ঝড়জলের সতর্কতা হাওয়া অফিসের
সূত্রের খবর দলীয় নেতৃত্বকে এই বিষয়ে প্রচারে নামার নির্দেশ দিয়েছেন তিনি। লোকসভা ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্র টাকা না দিলে রাজ্য বাড়ির টাকা দেবে।
আবাস যোজনার প্রাপকদের বাড়ির তালিকা তৈরি নিয়ে বেনিয়মের অভিযোগে মঙ্গলের পর বুধবারও জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন একাংশ গ্রামবাসী। তালিকা থেকে বাদ যাওয়া নামগুলি পুনরায় রি-চেক করার জন্য মঙ্গলবারই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
প্রশাসন সূত্রের খবর, তালিকায় নাম থাকা বেশ কিছু মানুষের যেমন মৃত্যু হয়েছে তেমনই বহু যোগ্য প্রাপক হয়তো তালিকা থেকে বাদ গিয়ে থাকতে পারেন। একজনও যোগ্য মানুষ যেন বঞ্চিত না হন, সেটাই মুখ্যমন্ত্রীর লক্ষ্য। তাই প্রথম কিস্তির টাকা বিলির আগে আরও একবার আবাসের বাড়ি বানানোর তালিকা রি-চেক করার নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এবার এই সংক্রান্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য জানতে জেলা শাসকদের সঙ্গে এদিন দুপুরে বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 30, 2024 5:37 PM IST