Bengali Speaking: বাংলা বলায় ভিনরাজ্যে হেনস্থা? অভিষেক-কল্যাণের প্রশ্নের জবাব দিল না কেন্দ্র

Last Updated:

Bengali Speaking: বাংলার পরিযায়ী শ্রমিকরা ভাষাগত কারণে (বাংলা ভাষায় কথা বলার জন্য) অত্যাচারিত আটক ও বৈষম্যের শিকার হচ্ছে কি? কেন্দ্র তার রিপোর্টে জানাক, এই প্রশ্ন করা হয়েছিল।

অভিষেক বন্দোপাধ্যায়
অভিষেক বন্দোপাধ্যায়
নয়াদিল্লিঃ কেন্দ্র সংসদে অভিষেক বন্দোপাধ্যায়ের ও কল্যাণ বন্দোপাধ্যায়ের প্রশ্নের সঙ্গে সম্পর্কিত ভাষাগত বৈষম্য সম্পর্কিত প্রশ্নের উত্তর এড়িয়ে গেল। বাংলার পরিযায়ী শ্রমিকরা ভাষাগত কারণে (বাংলা ভাষায় কথা বলার জন্য) অত্যাচারিত আটক ও বৈষম্যের শিকার হচ্ছে কি? কেন্দ্র তার রিপোর্টে জানাক, এই প্রশ্ন করা হয়েছিল।
বাংলার পরিযায়ী শ্রমিকরা ভাষাগত কারণে ,বাংলা ভাষায় কথা বলার জন্য অত্যাচারিত আটক ও বৈষম্যের শিকার হচ্ছে কি? কেন্দ্র তার রিপোর্টে জানাক, এই প্রশ্ন করা হয়েছিল। সংসদে শীতকালীন অধিবেশন চলছে। বাংলা বলায় কেন্দ্র বিজেপিশাসিত রাজ্যে হেনস্থা হতে হচ্ছে? কেন বাংলার শ্রমিকদের ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ তকমা দেওয়া হচ্ছে? কেন বাংলাদেশে ‘পুশব্যাক’ করা হচ্ছে? সেই বিষয়ে তৃণমূল সাংসদরা সংসদের ভিতরে ও বাইরে সরব হচ্ছেন। এই বিষয়ে প্রশ্ন তুলে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে জবাব চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও তার কোনও উত্তরই দিল না কেন্দ্রীয় শ্রমমন্ত্রক।সংসদে গত অধিবেশনে অভিষেক পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রতি প্রশ্ন রেখেছিলেন। তাঁর প্রশ্ন ছিল দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ক’জন পরিযায়ী শ্রমিক রয়েছেন? সত্যি কি বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষায় কথা বলার জন্য ভিনরাজ্যে হেনস্তার শিকার হচ্ছেন? নির্যাতিত পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্র? সেসময়ও সেসব প্রশ্নের উত্তর দেয়নি কেন্দ্র।
advertisement
advertisement
এবারও ওই প্রশ্ন এড়িয়ে গেল বিজেপি সরকার।বাংলা বলায় বিজেপিশাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। ‘বাংলাদেশি’ তকমা দিয়ে পরিযায়ী শ্রমিকদের পুশব্যাক করার ঘটনাও সামনে এসেছে। এই বিষয়ে প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কেন্দ্রকে প্রশ্ন করেছিলেন। সংসদেও এই বিষয়ে সরব হয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। যদিও সংসদে অভিষেকের প্রশ্ন এড়াল কেন্দ্র। অসংগঠিত শ্রমিকদের জন্য জাতীয় ডাটাবেস তৈরি হয়েছে। ই-শ্রম পোর্টাল চালু করা হয়েছে। সেই বিষয়ে বার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের তরফে। কিন্তু বাংলার পরিযায়ী শ্রমিকরা কেন নির্যাতনের শিকার হচ্ছেন? সেই বিষয়ে কোনও বার্তাই দেওয়া হল না!
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengali Speaking: বাংলা বলায় ভিনরাজ্যে হেনস্থা? অভিষেক-কল্যাণের প্রশ্নের জবাব দিল না কেন্দ্র
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ গোটা রাজ্যেই, তাপমাত্রা একই রকম থাকবে, কুয়াশার সতর্কতা সর্বত্রই
শীতের আমেজ গোটা রাজ্যেই, তাপমাত্রা একই রকম থাকবে, কুয়াশার সতর্কতা সর্বত্রই
  • শীতের আমেজ গোটা রাজ্যেই

  • তাপমাত্রা একই রকম থাকবে

  • কুয়াশার সতর্কতা সর্বত্রই

VIEW MORE
advertisement
advertisement