মেট্রো রেলের কাছে বড় চ্যালেঞ্জ, সুড়ঙ্গে জলপ্রবাহ আটকাতে তৈরি হচ্ছে পাঁচিল

Last Updated:

বউবাজার এলাকায় মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরির কাজ করছিল চণ্ডী বোরিং মেশিন। কিন্তু, বিপর্যয়ের পর আপাতত সেই কাজ বন্ধ।

#কলকাতা: সুড়ঙ্গে ঢুকতে থাকা জল আটকানোই এখন মেট্রো রেলের কাছে বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা মনে করছেন, জল ঢোকা বন্ধ করতে পারলেই উপরের ধস আটকানো যাবে।
বউবাজার এলাকায় মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরির কাজ করছিল চণ্ডী বোরিং মেশিন। কিন্তু, বিপর্যয়ের পর আপাতত সেই কাজ বন্ধ। সুড়ঙ্গে জলপ্রবাহ আটকাতে তৈরি করা হয়েছে পাঁচিল। দুর্গাপিতুরি থেকে এসপ্ল্যানেডের দিকে ১০০ মিটার এগোলে সেখানে কংক্রিট ও লোহার বিম ব্যবহার করে পাঁচিল তুলে দেওয়া হচ্ছে। আর ধর্মতলা থেকে গ্রাউটিং করে সুড়ঙ্গে ঢুকতে থাকা জল আটকানোর চেষ্টা হচ্ছে।
advertisement
গ্রাউটিং পদ্ধতিতে সিমেন্ট, বালি, বেন্টোনাইট-সহ কিছু রাসায়নিকের মিশ্রণ পাম্পের সাহায্যে সুড়ঙ্গে ঢুকিয়ে জলস্রোত ও ধস আটকানো হয়। প্রায় ২২টি জায়গা থেকে এই গ্রাউটিংয়ের কাজ শুরু হয়েছে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
মেট্রো রেলের কাছে বড় চ্যালেঞ্জ, সুড়ঙ্গে জলপ্রবাহ আটকাতে তৈরি হচ্ছে পাঁচিল
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement