East West Metro Railways: ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, আজ রাতে আইএসএল ম্যাচের পর থাকছে বিশেষ মেট্রো পরিষেবা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
East West Metro Railways: খেলা শেষ হওয়ার পর এদিন রাতে বাড়ি ফেরার জন্য ফুটবলপ্রেমীদের আর চিন্তা করতে হবে না
কলকাতা : কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। শনিবার আইএসএল ফুটবল ম্যাচের শেষে বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এদিন সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি বনাম হায়দরাবাদ এফসি-র ম্যাচের শেষে ওই বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হবে। জানিয়েছেন, মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
খেলা শেষ হওয়ার পর এদিন রাতে বাড়ি ফেরার জন্য ফুটবলপ্রেমীদের আর চিন্তা করতে হবে না। ম্যাচের শেষে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে সল্টলেক সেডিয়াম থেকে শিয়ালদার দিকে (গ্রিন লাইন) বিশেষ ট্রেনটি থাকবে।
advertisement
ম্যাচের পর শনিবার রাত ১০.৪০ মিনিটে সল্টলেক স্টেডিয়াম থেকে ওই ট্রেন ছাড়বে। শিয়ালদা স্টেশনে পৌঁছবে রাত ১০.৪৭ মিনিটে। যাত্রীদের ওঠা নামার জন্য এই ট্রেন ফুলবাগানে কিছু ক্ষণের জন্য দাঁড়াবে। যাত্রীদের সুবিধার জন্য সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 30, 2023 9:43 AM IST