Metro Rail: রাসায়নিক আক্রমণ রোধ থেকে সন্ত্রাস দমন, মেট্রোপথের সুরক্ষায় মহড়া চালাল NSG
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
নজরে পাতাল পথের সুরক্ষা। মেট্রোয় মহড়া চালাল এনএসজি কম্যান্ডোরা। ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)- এর কম্যান্ডোরা নোয়াপাড়া মেট্রো স্টেশনে এক যাত্রী উদ্ধার মহড়ায় অংশ নিলেন
কলকাতা: নজরে পাতাল পথের সুরক্ষা। মেট্রোয় মহড়া চালাল এনএসজি কম্যান্ডোরা। ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)- এর কম্যান্ডোরা নোয়াপাড়া মেট্রো স্টেশনে এক যাত্রী উদ্ধার মহড়ায় অংশ নিলেন। কলকাতা মেট্রোয় রাসায়নিক, উগ্রপন্থী বা অন্য কোনওরকমের আক্রমণ হলে বা আক্রমণের সম্ভবনা থাকলে মেট্রো চত্বরকে সেই আক্রমণ থেকে রক্ষা করার মহড়া সারলেন কম্যান্ডোরা।
এনএসজি কম্যান্ডোরা কাল্পনিক আপৎকালীন পরিস্থিতি সৃষ্টি করে মেট্রো স্টেশন, টানেল অথবা ভায়াডাক্ট থেকে মেট্রো যাত্রীদের যথাসম্ভব কম সময়ের মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধারের মহড়া চালান।গতরাতে এই মহড়ার জন্য একটি মেট্রো রেককে ব্যবহার করা হয়, নেওয়া হয় পাওয়ার ব্লক। এনএসজি কমান্ডোরা দ্রুত স্টেশনে পৌঁছে স্টেশনের নিয়ন্ত্রণভার নিজেদের হাতে তুলে নেন। মধ্যরাতে শুরু হয়ে এই মহড়া চলে বেশ কয়েক ঘণ্টা।
advertisement
এর আগেও আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের উদ্ধার এবং অপরাধীদের মোকাবিলায় নিজেদের প্রস্তুতি খতিয়ে দেখা ও এই সংক্রান্ত দক্ষতা বৃদ্ধির লক্ষে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর কম্যান্ডোরা মেট্রো চত্বরে এমন মহড়া চালিয়েছেন। মধ্যরাতে ইয়েলো লাইনের জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনে জাতীয় নিরাপত্তা রক্ষী (এনএসজি) কম্যান্ডোরা একটি মক ড্রিল পরিচালনা করেন। সন্ত্রাস ও অন্যান্য ধরণের আক্রমণ এবং অন্যান্য চ্যালেঞ্জ-সহ বিভিন্ন নিরাপত্তা হুমকি মোকাবিলার প্রস্তুতি অনুশীলন এবং আপডেট করার জন্য একটি মক ড্রিল পরিচালনা করা হয়। এই ধরনের মহড়ায়, এনএসজি কম্যান্ডোরা জরুরি পরিস্থিতি অনুকরণ করে এবং তা মোকাবেলা করার জন্য মহড়া পরিচালনা করে এবং মেট্রো স্টেশন, টানেল বা ভায়াডাক্ট থেকে যত তাড়াতাড়ি সম্ভব যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য উদ্ধার পরিকল্পনা অনুশীলন করে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2025 10:19 AM IST

