Kolkata Metro: রাত ১১টা নয়, বদলে যাচ্ছে মেট্রোর শেষ ট্রেন ছাড়ার সময়! মিলবে যাত্রী?

Last Updated:

গত ২৪ মে থেকে সোম থেকে শুক্রবার রাত ১১ টায় দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়ছিল শেষ মেট্রো৷

কলকাতা মেট্রোর শেষ ট্রেনের সময় বদল৷
কলকাতা মেট্রোর শেষ ট্রেনের সময় বদল৷
কলকাতা: যাত্রীদের সুবিধার কথা ভেবে বেশি রাতেও পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো রেল৷ গত ২৪ মে থেকে এই পরিষেবা চালু হলেও খুব একটা সাড়া পাওয়া যায়নি৷ বরং আর্থিক ভাবে বড়সড় ক্ষতির মুখে পড়েছে মেট্রো রেল৷
গত ২৪ মে থেকে সোম থেকে শুক্রবার রাত ১১ টায় দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়ছিল শেষ মেট্রো৷ কিন্তু প্রায় একমাস ধরে এই পরিষেবা চালু থাকলেও সেভাবে যাত্রী হয়নি আপ ডাউন কোনও ট্রেনেই৷ তবে যাত্রী না হলেও এখনই পরিষেবা বন্ধ করছে না মেট্রো কর্তৃপক্ষ৷ তার বদলে এগিয়ে আনা হচ্ছে শেষ ট্রেন ছাড়ার সময়৷ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৪ জুন থেকে রাত ১১টার পরিবর্তে দমদম এবং কবি সুভাষ থেকে রাত ১০.৪০ মিনিটে ছাড়বে শেষ ট্রেন৷ মেট্রো কর্তাদের আশা, এর ফলে যাত্রী সংখ্যা কিছুটা হলেও বাড়বে৷
advertisement
advertisement
তবে ট্রেন চললেও শেষ ট্রেনের যাত্রীদের টিকিট বিক্রির জন্য কোনও স্টেশনেই কাউন্টার খোলা থাকবে না৷ তার বদলে ইউপিআই পেমেন্ট করে স্টেশনে বসানো এএসসিআরএম মেশিন থেকে টোকেন সংগ্রহ করে নিতে হবে যাত্রীদের৷ স্মার্ট কার্ড ব্যবহার করেও যাত্রীরা মেট্রোয় চড়তে পারবেন৷ আগামী ২৪ তারিখ থেকে রাত ১১টায় দমদম এবং কবি সুভাষ থেকে আর কোনও ট্রেন ছাড়বে না৷
advertisement
মেট্রো কর্তৃপক্ষের দাবি, রাত ১১টার পরিষেবা দিতে গিয়ে ট্রেন চালাতেই প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা খরচ হচ্ছিল৷ আনুষাঙ্গিক খরচের পরিমাণ ছিল প্রায় ৫০ হাজার টাকা৷ সেখানে টিকিট বিক্রি করে আয় হচ্ছিল গড়ে ৬ হাজার টাকা৷ কোনও কোনও স্টেশনের কাউন্টার থেকে একটি অথবা দুটি টোকেন বিক্রি হচ্ছিল৷ সেই কারণেই নতুন ভাবে রাতের ট্রেন চালানোর চেষ্টা করছে মেট্রো কর্তৃপক্ষ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: রাত ১১টা নয়, বদলে যাচ্ছে মেট্রোর শেষ ট্রেন ছাড়ার সময়! মিলবে যাত্রী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement