Kolkata Metro: রাত ১১টা নয়, বদলে যাচ্ছে মেট্রোর শেষ ট্রেন ছাড়ার সময়! মিলবে যাত্রী?

Last Updated:

গত ২৪ মে থেকে সোম থেকে শুক্রবার রাত ১১ টায় দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়ছিল শেষ মেট্রো৷

কলকাতা মেট্রোর শেষ ট্রেনের সময় বদল৷
কলকাতা মেট্রোর শেষ ট্রেনের সময় বদল৷
কলকাতা: যাত্রীদের সুবিধার কথা ভেবে বেশি রাতেও পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো রেল৷ গত ২৪ মে থেকে এই পরিষেবা চালু হলেও খুব একটা সাড়া পাওয়া যায়নি৷ বরং আর্থিক ভাবে বড়সড় ক্ষতির মুখে পড়েছে মেট্রো রেল৷
গত ২৪ মে থেকে সোম থেকে শুক্রবার রাত ১১ টায় দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়ছিল শেষ মেট্রো৷ কিন্তু প্রায় একমাস ধরে এই পরিষেবা চালু থাকলেও সেভাবে যাত্রী হয়নি আপ ডাউন কোনও ট্রেনেই৷ তবে যাত্রী না হলেও এখনই পরিষেবা বন্ধ করছে না মেট্রো কর্তৃপক্ষ৷ তার বদলে এগিয়ে আনা হচ্ছে শেষ ট্রেন ছাড়ার সময়৷ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৪ জুন থেকে রাত ১১টার পরিবর্তে দমদম এবং কবি সুভাষ থেকে রাত ১০.৪০ মিনিটে ছাড়বে শেষ ট্রেন৷ মেট্রো কর্তাদের আশা, এর ফলে যাত্রী সংখ্যা কিছুটা হলেও বাড়বে৷
advertisement
advertisement
তবে ট্রেন চললেও শেষ ট্রেনের যাত্রীদের টিকিট বিক্রির জন্য কোনও স্টেশনেই কাউন্টার খোলা থাকবে না৷ তার বদলে ইউপিআই পেমেন্ট করে স্টেশনে বসানো এএসসিআরএম মেশিন থেকে টোকেন সংগ্রহ করে নিতে হবে যাত্রীদের৷ স্মার্ট কার্ড ব্যবহার করেও যাত্রীরা মেট্রোয় চড়তে পারবেন৷ আগামী ২৪ তারিখ থেকে রাত ১১টায় দমদম এবং কবি সুভাষ থেকে আর কোনও ট্রেন ছাড়বে না৷
advertisement
মেট্রো কর্তৃপক্ষের দাবি, রাত ১১টার পরিষেবা দিতে গিয়ে ট্রেন চালাতেই প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা খরচ হচ্ছিল৷ আনুষাঙ্গিক খরচের পরিমাণ ছিল প্রায় ৫০ হাজার টাকা৷ সেখানে টিকিট বিক্রি করে আয় হচ্ছিল গড়ে ৬ হাজার টাকা৷ কোনও কোনও স্টেশনের কাউন্টার থেকে একটি অথবা দুটি টোকেন বিক্রি হচ্ছিল৷ সেই কারণেই নতুন ভাবে রাতের ট্রেন চালানোর চেষ্টা করছে মেট্রো কর্তৃপক্ষ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: রাত ১১টা নয়, বদলে যাচ্ছে মেট্রোর শেষ ট্রেন ছাড়ার সময়! মিলবে যাত্রী?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement