Home /News /kolkata /
আমিষ ভোগ আর কালীঘাট মন্দিরের কালীপুজোর বলির মাংসই মূল ভোগ বেলুড় মঠের কালীপুজোয়

আমিষ ভোগ আর কালীঘাট মন্দিরের কালীপুজোর বলির মাংসই মূল ভোগ বেলুড় মঠের কালীপুজোয়

Photo- Collected

Photo- Collected

জেনে নিন বেলুড় মঠে কালীপুজোর আখ্যান৷

  • Last Updated :
  • Share this:

#বেলুড় : আমিষ ভোগ আর কালীঘাট মন্দিরে পুজোতে বলি দেওয়া মাংসই হচ্ছে আসল ভোগ ঠাকুরের | বেলুড়মঠের কালীপূজোতে মা কালী পূজিত হন এই ভোগে | শনিবার রাত নয় ঘটিকায় বিশুদ্ধ সিদ্ধান্ত মোতে শুরু হয় কালীপুজো |

করোনা আবহে এই বার দূর্গা পুজোর মতোই কালী পুজোও হলো ভক্ত শুন্য মঠে | রাত নটায় শুরু হয়ে সারারাত চলে পুজো, সঙ্গে কালী কীর্তন | গোটা বেলুড় মঠ সেজে উঠেছিল আলোকসজ্জায় তবে ভক্তশুন্য মঠে পুজোর উন্মাদনার কিছুটা খামতি অবশ্যই নজরে এসেছিলো এই বছর | বেলুড় মঠের মূলমন্দিরের ভিতরেই পুজোর আয়োজন করা হয়েছিল বিগত বছরগুলির মতোই | এক মাত্র কালী পুজোয় মঠের সন্ন্যাসী মহারাজ পুজো করেন, এছাড়া মঠের সব পুজোয় পুরোহিত হিসাবে দেখাযায় সাদা পোশাকের ব্রাম্ভচারী পুরোহিত মহাশয়কে | কালীপুজো যেহুতু শক্তি দেবীর আরাধনা ও তান্ত্রিক মোতে পুজো হয় সেই নিয়মেই মঠের কালী পুজোর পুরোহিত হিসাবে দেখা যায় কোন সন্ন্যাসী মহারাজ কে | সারা রাত ধরে পুজো, কালী কীর্তন ও বিশেষ যজ্ঞ হয় বেলুড়মঠে | ভক্ত সমাগম বন্ধ থাকায় এবার পুজোর প্রসাদ বিতরণও বন্ধ থাকবে জানান মঠ কর্তৃপক্ষ |

 Debasish Chakraborty

Published by:Debalina Datta
First published:

Tags: Belur Math, Kali puja 2020, Kalighat