Kolkata Parking News: সকাল ৭টা থেকে ৯টা কলকাতার রাস্তায় গাড়ি পার্কিং বন্ধ! কড়া পুরসভা, সিদ্ধান্ত জানালেন মেয়র

Last Updated:

মেয়র জানিয়েছেন, রাস্তা জুড়ে গাড়ি পার্ক করে রাখার কারণে গাড়ির পিছনে অথবা ফাঁকে জঞ্জাল ফেলে দিচ্ছেন অনেকে৷

পার্কিং নিয়ে বড় ঘোষণা মেয়রের৷
পার্কিং নিয়ে বড় ঘোষণা মেয়রের৷
জঞ্জাল পরিষ্কারের জন্য এবার কলকাতার রাস্তায় যত্রতত্র পার্কিং নিয়ে কড়া কলকাতা পুরসভা৷ সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত শহরের রাস্তায় কোনও গাড়ি পার্কিং করা যাবে না৷ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এ দিন এ কথা জানিয়েছেন৷
ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, পুরসভার নির্দেশ অমান্য করে কেউ যদি এর পরেও সকাল ৭টা থেকে ৯টার মধ্যে রাস্তায় গাড়ি রাখেন, তাহলে পুলিশ সেই গাড়ি টেনে নিয়ে যাবে৷ খুব শিগগিরই পুর কমিশনার এই মর্মে নির্দেশিকা জারি করবেন বলেও জানিয়েছেন মেয়র৷
মেয়র জানিয়েছেন, রাস্তা জুড়ে গাড়ি পার্ক করে রাখার কারণে গাড়ির পিছনে অথবা ফাঁকে জঞ্জাল ফেলে দিচ্ছেন অনেকে৷ গাড়ি দাঁড়িয়ে থাকায় পুরকর্মীরা সকালে জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে সেই জজ্ঞাল পরিষ্কার করতে পারছেন না৷ বিশেষত আবাসন এবং বহুতলগুলির সামনে এই সমস্যা হচ্ছে৷ ফলে পুরসভা জঞ্জাল পরিষ্কার করছে না বলে অভিযোগ করছেন অনেকেই৷ সেই সমস্যা সমাধান করতেই সকালবেলা গাড়ি পার্কিং নিয়ে কড়া হচ্ছে পুরকর্তৃপক্ষ৷
advertisement
advertisement
থানায় যে গাড়িগুলো দীর্ঘদিন ধরে পড়ে থাকে, সেগুলোকে দ্রুত কীভাবে সরানো যায়, কতগুলি গাড়ি ছয় মাসের উপর পড়ে আছে, সেই তালিকা জানার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে জানতে চাওয়া হবে পুরসভার পক্ষ থেকে৷ দীর্ঘদিন ধরে পড়ে থাকা গাড়িগুলিকে কল্যানী এক্সপ্রেসওয়ের পাশে ক্র্যাশারে পাঠানো হবে বলে জানিয়েছেন মেয়র৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Parking News: সকাল ৭টা থেকে ৯টা কলকাতার রাস্তায় গাড়ি পার্কিং বন্ধ! কড়া পুরসভা, সিদ্ধান্ত জানালেন মেয়র
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement