• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • প্রয়াত বড়মা, মতুয়া মহাসঙ্ঘে শোকের ছায়া

প্রয়াত বড়মা, মতুয়া মহাসঙ্ঘে শোকের ছায়া

ছোট ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। ১৯৯০ সালে স্বামী প্রমথরঞ্জন ঠাকুরের মৃত্যুর পর মতুয়া মহাসংঘের দায়িত্ব তুলে নেন বীণাপাণি ঠাকুর। হয়ে ওঠেন মতুয়াদের বড়মা। মতুয়াদের মাথার উপর ছাদ হয়ে দাঁড়ান তিনি। নানা বিপদে তিনিই হয়ে ওঠেন আশ্রয়, ভরসা। Photo Source: Collected

ছোট ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। ১৯৯০ সালে স্বামী প্রমথরঞ্জন ঠাকুরের মৃত্যুর পর মতুয়া মহাসংঘের দায়িত্ব তুলে নেন বীণাপাণি ঠাকুর। হয়ে ওঠেন মতুয়াদের বড়মা। মতুয়াদের মাথার উপর ছাদ হয়ে দাঁড়ান তিনি। নানা বিপদে তিনিই হয়ে ওঠেন আশ্রয়, ভরসা। Photo Source: Collected

 • Share this:

  #কলকাতা: মাতৃহারা হলেন মতুয়ারা। প্রয়াত মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি ঠাকুর। গত বছরই পালিত হয় তাঁর জন্মশতবর্ষ। তাঁর প্রয়াণে মাথার ওপর ছাদ হারালেন রাজ্যের অসংখ্য মতুয়া সম্প্রদায়ের মানুষ।

  বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শতায়ু বড়মা ৷ বেশ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷ এদিন এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বড়মা বীণাপাণি ঠাকুর। বিভিন্ন অঙ্গ বিকল হওয়ায় আজ মঙ্গলবার রাত ৮টা ৫২ মিনিটে সেখানেই তাঁর মৃত্যু হয়।

  First published: