#কলকাতা: নারদকাণ্ডে এবার ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের নজরে ম্যাথু স্যামুয়েল ৷ নারদ ডট কমের কর্ণধার ম্যাথুকে নোটিস পাঠাল ইডি ৷ ১৮ মে ম্যাথুকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কিন্তু ম্যাথু স্যামুয়েলের পরিবার সূত্রে খবর, ইডির ডাকে নির্দিষ্ট দিনে আসছেন না নারদকর্তা ৷
আসলে, অসুস্থ নারদ ডট কমের কর্ণধার ম্যাথু স্যামুয়েল ৷ অসুস্থতার কারণে ১৮ মে আসতে পারছেন না ম্যাথু ৷ শীঘ্রই কোচিতে তাঁর অস্ত্রোপচার হবে ৷ তারপরই তিনি ইডি-র সঙ্গে দেখা করতে পারবেন ৷
বৃহস্পতিবারই সকাল ১১টায় সমনের চিঠি পান ম্যাথু ৷ ৫৭ ঘণ্টার নারদ ফুটেজে আদানপ্রদান হওয়া লক্ষ লক্ষ টাকার উৎস সম্পর্কে নারদকর্তাকে জেরা করা হবে বলে সূত্রের খবর ৷
সিবিআইয়ের পর এবার নারদ স্টিং কাণ্ডে তদন্তে নেমেছে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ৷ ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে প্রকাশ্যে আসে নারদ স্টিং ফুটেজ। ১২ তৃণমূল নেতা এবং এক আইপিএস-এর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। বিজেপির সদর দফতরে দেখানো ফুটেজ নিয়ে শুরু হয় বিতর্ক। সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। হাইকোর্টের নির্দেশে তদন্তের পর এই ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতিদমন আইনে অভিযোগ দায়ের করে সিবিআই ৷
এর আগে সিবিআই তদন্তকারীদের প্রশ্নের উত্তরে টাকা আদান প্রদান নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছিলেন ম্যাথু ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ED, Enforcement Directorate, Mathew Samuel, Narada Case, Narada CEO, Narada Sting Case