সিএবি লিগে গড়াপেটার অভিযোগ !
Last Updated:
দ্বিতীয় ডিভিশন লিগ চ্যাম্পিয়ন হয়েই বিষ্ফোরক অভিযোগ ইন্ডিয়ান বয়েজ কর্তা অলোক নন্দীর।
#কলকাতা: সিএবি লিগে গড়াপেটার অভিযোগ। দ্বিতীয় ডিভিশন লিগ চ্যাম্পিয়ন হয়েই বিষ্ফোরক অভিযোগ ইন্ডিয়ান বয়েজ কর্তা অলোক নন্দীর।
তাঁর দাবি, ফাইনাল ম্যাচ হারার জন্য প্রস্তাব দিয়েছিলেন মনোহরপুকুর মিলিন সমিতির সচিব শম্ভুনাথ পোদ্দার। এই নিয়ে লিখিত অভিযোগ সিএবি-তে জমা দেন ইন্ডিয়ান বয়েজ কর্তারা।
অন্যদিকে একবছরের শাস্তির কমানোর জন্য কর্মসমিতির কাছে আবেদন জানাল সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাডেমি। আম্পায়ারের বিরুদ্ধে ভিডিও ফুটেজও জমা দেওয়া হয়। তবে দুটি অভিযোগকেই বাড়তি গুরুত্ব দিতে নারাজ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সুব্রত সরকার।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
May 18, 2017 2:24 PM IST