West Bengal Police: রাজ্য পুলিশে ব্যাপক রদবদল! ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন পীযূষ পাণ্ডে! কলকাতা পুলিশের নতুন কমিশনার সুপ্রতিম সরকার
- Reported by:Priti Saha
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
West Bengal Police: রাজ্য পুলিশে ব্যাপক রদবদল, পুলিশের ডিরেক্টর জেনারেল, কলকাতা পুলিশের কমিশনার, এডিজি আইনশৃঙ্খলা-সহ একাধিক পদে রদবদল করা হচ্ছে বলে জানা গিয়েছে।
কলকাতা: রাজ্য পুলিশে ব্যাপক রদবদল, পুলিশের ডিরেক্টর জেনারেল, কলকাতা পুলিশের কমিশনার, এডিজি আইনশৃঙ্খলা-সহ একাধিক পদে রদবদল করা হচ্ছে বলে জানা গিয়েছে।
রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদ থেকে শনিবার, অর্থাৎ ৩১ মার্চ অবসর নিচ্ছেন রাজীব কুমার। রাজ্য পুলিশের পরের ডিজি হচ্ছেন পীযূষ পাণ্ডে, রাজীব কুমারের অবসরের পরে ভারপ্রাপ্ত ডিজি পদে দায়িত্ব নেবেন তিনি।
advertisement
advertisement
রাজ্য পুলিশের ডিজি পদের সঙ্গে আরও একাধিক পদে রদবদল করা হয়েছে বলে খবর, যার মধ্যে রয়েছে কলকাতা পুলিশের কমিশনার পদ। মনোজ ভার্মার বদলে কলকাতা পুলিশে কমিশনার পদে দায়িত্ব নেবেন আইপিএস সুপ্রতিম সরকার। ১৯৯৭ ব্যাচের আইপিএস সুপ্রতিম সরকার এর আগে বিধাননগর পুলিশ কমিশনার পদে দায়িত্ব সামলেছেন। পরে তিনি এডিজি দক্ষিণবঙ্গ পদে দায়িত্ব নেন। এবার নির্বাচনের মুখে কলকাতা পুলিশের কমিশনার পদে দায়িত্ব নিতে চলেছেন এই দক্ষ পুলিশ আধিকারিক।
advertisement
সেই সঙ্গে এডিজি আইনশৃঙ্খলা পদে দায়িত্ব নিচ্ছেন বিনীথ গোয়েল। সেই সঙ্গে ডিরেক্টর, সিকিউরিটি পদে (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা) দায়িত্ব নেবেন বিদায়ী কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা। জাভেদ শামিম হচ্ছেন এডিজি এসটিএফ। এছাড়াও ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের সিপি মুরলী ধর হচ্ছেন বিধাননগরের পুলিশ কমিশনার। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী দায়িত্ব নেবেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার পদে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2026 9:03 PM IST










