প্রধানমন্ত্রীর জন্মদিনে মূল্যবৃদ্ধি নিয়ে আক্রমণ তৃণমূল নেতাদের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
প্রধানমন্ত্রীর জন্মদিনে মূল্যবৃদ্ধির ইস্যুতে খোঁচা দিতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস নেতারা। সকাল থেকে একাধিক নেতা-বিধায়ক-সাংসদ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়
#কলকাতা: প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। দু'জনেই ট্যুইটের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মোদির সুস্বাস্থ্য ও সুখ প্রার্থনা করা ট্যুইট। তবে, এর পালটা প্রধানমন্ত্রীর জন্মদিনে মূল্যবৃদ্ধির ইস্যুতে খোঁচা দিতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস নেতারা। সকাল থেকে একাধিক নেতা-বিধায়ক-সাংসদ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে মূল্যবৃদ্ধি নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্ট করার পাশাপাশি, আইন-শৃঙ্খলা নিয়ে তীব্র সমালোচনা ভেসে উঠেছে।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, '' শুভ জন্মদিন নরেন্দ্র মোদিজি। আজকের এই শুভ দিনে উপরওয়ালার কাছে কামনা করি, পেট্রোলের দামের মতো আকাশছোঁয়া হোক আপনার খুশি। গ্যাসের দামের গতিতেই বৃদ্ধি পাক আপনার সমস্ত পার্থিব সুখ। সর্ষের তেলের দামের মত বাড়তে থাকুক আপনার স্যুট, বুট, বিমান কিংবা গাড়ির সংখ্যা। জনতার ব্যাঙ্কের টাকার মতই সমস্ত বিপদ ও বিষাদ "কেটে" যাক আপনার জীবন থেকে। স্বপ্ল সঞ্চয় কিংবা PF–এর সুদের মতই কমে আসুক সমস্ত পুঞ্জিত বেদনা। জিডিপির মতই পতন হোক আপনার অন্তর্দলীয় শত্রুদের.. দেশের সম্প্রীতির মতই ভেঙে যাক তাদের মনোবল।
advertisement
ফাইনালি প্রার্থনা, পরম করুণাময় ঈশ্বর আগামী দিনগুলিতে আপনাকে মূল্যবৃদ্ধির মতো সদা ফিট অ্যান্ড স্টেডি রাখুন।
advertisement
এখন সাধারণ নাগরিক
দেবাংশু ভট্টাচার্য"
advertisement
দেবাংশুর বক্তব্য, যে ভাবে সাধারণ মানুষের ওপর মূল্যবৃদ্ধির চাপ বাড়ছে, তাতে বিজেপি নেতাদের এই জন্মদিন পালন উৎসব যথাযথ নয়। এদিন ট্যুইট করেছেন মন্ত্রী অরুপ বিশ্বাস। তিনি লিখেছেন, অপরাধের সংখ্যা বাড়ছে৷ বেড়েছে বেকারত্বের সংখ্যা৷ নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম ক্রমাগত বাড়ছে৷ এতে বোঝা যাচ্ছে দেশ নতুন মাইলস্টোন তৈরি করছে৷
Abir Ghoshal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 17, 2022 4:59 PM IST