উত্তরবঙ্গের ট্রেনের টিকিট কাটা? রবিবার থেকে রুট বদল- বাতিল বহু ট্রেন, দেখুন তালিকা
- Published by:Debamoy Ghosh
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
প্রি ইন্টারলকিংয়ের কাজ করার জন্য ওই সময় ট্রেন চলাচলে নানা বদল হয়েছিল। এবার উৎসবের মরসুমে ফের বাকি থাকা অংশের কাজ সেরে ফেলতে চায় রেল।
কলকাতা: চলতি বছরেই ১৮ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রামপুরহাট থেকে চাতরা পর্যন্ত ২৩ কিলোমিটার রেল পথ নির্মাণের কাজ চলেছিল। প্রি ইন্টারলকিংয়ের কাজ করার জন্য ওই সময় ট্রেন চলাচলে নানা বদল হয়েছিল। এবার উৎসবের মরসুমে ফের বাকি থাকা অংশের কাজ সেরে ফেলতে চায় রেল।
ছাতরা ও মুরারইয়ের মধ্যে তৃতীয় লাইন চালু করার জন্য় সাহেবগঞ্জ-রামপুরহাট শাখায় ছাতরা-মুরারই স্টেশনে আগামিকাল ১০ ডিসেম্বর থেকে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত ১২ দিন প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিংয়ের কাজ করা হবে। সেই কারণেই ট্রেন চলাচলের সময়সূচিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে৷
এই কাজের জন্য হাওড়া থেকে যে ট্রেনগুলি বাতিল থাকবে তার মধ্যে রয়েছে-
advertisement
advertisement
উল্লেখ্য, আপ এবং ডাউন দু দিকের ট্রেনই বাতিল থাকবে৷
advertisement
বেশ কিছু ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। সেই তালিকায় রয়েছে-
advertisement
advertisement
এর পাশাপাসি একাধিক ট্রেন ছাড়ার সময়ের পরিবর্তনও করা হয়েছে-
আপ দিঘা-মালদহ টাউন এক্সপ্রেস৷
ডাউন মালদহ টাউন-সুরাত এক্সপ্রেস৷
সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ-
সাহেবগঞ্জ-রামপুরহাট স্পেশ্যাল৷
রামপুরহাট -গয়া এক্সপ্রেস স্পেশ্যাল৷
রামপুরহাট-কাটোয়া এক্সপ্রেস স্পেশ্যাল৷
advertisement
আজিমগঞ্জ-রামপুরহাট স্পেশ্যাল-সহ আরও একাধিক ট্রেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2023 9:33 AM IST