উত্তরবঙ্গের ট্রেনের টিকিট কাটা? রবিবার থেকে রুট বদল- বাতিল বহু ট্রেন, দেখুন তালিকা

Last Updated:

প্রি ইন্টারলকিংয়ের কাজ করার জন্য ওই সময় ট্রেন চলাচলে নানা বদল হয়েছিল। এবার উৎসবের মরসুমে ফের বাকি থাকা অংশের কাজ সেরে ফেলতে চায় রেল।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: চলতি বছরেই ১৮ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রামপুরহাট থেকে চাতরা পর্যন্ত ২৩ কিলোমিটার রেল পথ নির্মাণের কাজ চলেছিল। প্রি ইন্টারলকিংয়ের কাজ করার জন্য ওই সময় ট্রেন চলাচলে নানা বদল হয়েছিল। এবার উৎসবের মরসুমে ফের বাকি থাকা অংশের কাজ সেরে ফেলতে চায় রেল।
ছাতরা ও মুরারইয়ের মধ্যে তৃতীয় লাইন চালু করার জন্য় সাহেবগঞ্জ-রামপুরহাট শাখায় ছাতরা-মুরারই স্টেশনে আগামিকাল ১০ ডিসেম্বর থেকে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত ১২ দিন প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিংয়ের কাজ করা হবে। সেই কারণেই ট্রেন চলাচলের সময়সূচিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে৷
এই কাজের জন্য হাওড়া থেকে যে ট্রেনগুলি বাতিল থাকবে তার মধ্যে রয়েছে-
advertisement
advertisement
  • হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস৷
  • হাওড়া-জয়নগর এক্সপ্রেস৷
  • হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস৷
  • হাওড়া-গয়া এক্সপ্রেস (এই  ট্রেনগুলির ক্ষেত্রে ট্রেন যাত্রা শুরু করার দিন ৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর)৷
  • উল্লেখ্য, আপ এবং ডাউন দু দিকের ট্রেনই বাতিল থাকবে৷
    advertisement
    বেশ কিছু ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। সেই তালিকায় রয়েছে-
    •  শিয়ালদহ থেকে শিয়ালদহ-আ লিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস  (ট্রেন যাত্রা শুরু করার দিন ৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর)৷
    • হাওড়া -রাধিকাপুর কুলিক এক্সপ্রেস (ট্রেন যাত্রা শুরু করার দিন ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর)
    • হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস (ট্রেন যাত্রা শুরু করার দিন ১০ ডিসেম্বর)
    • advertisement
    • শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (ট্রেন যাত্রা শুরু করার দিন ১১, ১৩, ১৬, ১৮ এবং ২০ ডিসেম্বর)
    • শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (ট্রেন যাত্রা শুরু করার দিন ১০, ১২, ১৪, ১৫, ১৭, ১৯ এবং ২১ ডিসেম্বর)
    • শিয়ালদহ-মালদহ টাউন গৌড় এক্সপ্রেস (ট্রেন যাত্রা শুরু করার দিন ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর)
    • শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস৷
    • শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল৷
    • advertisement
    • কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস৷
    • কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস৷
    • কলকাতা-যোগবাণী এক্সপ্রেস৷
    • শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস৷
    • কলকাতা-শিলঘাট কাজিরাঙ্গা এক্সপ্রেস৷
    • বেঙ্গালুরু-গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস৷
    • এর পাশাপাসি একাধিক ট্রেন ছাড়ার সময়ের পরিবর্তনও করা হয়েছে-
      আপ দিঘা-মালদহ টাউন এক্সপ্রেস৷
      ডাউন মালদহ টাউন-সুরাত এক্সপ্রেস৷
      সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ-
      সাহেবগঞ্জ-রামপুরহাট স্পেশ্যাল৷
      রামপুরহাট -গয়া এক্সপ্রেস স্পেশ্যাল৷
      রামপুরহাট-কাটোয়া এক্সপ্রেস স্পেশ্যাল৷
      advertisement
      আজিমগঞ্জ-রামপুরহাট স্পেশ্যাল-সহ আরও একাধিক ট্রেন।
      বাংলা খবর/ খবর/কলকাতা/
      উত্তরবঙ্গের ট্রেনের টিকিট কাটা? রবিবার থেকে রুট বদল- বাতিল বহু ট্রেন, দেখুন তালিকা
      Next Article
      advertisement
      পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
      পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
      VIEW MORE
      advertisement
      advertisement