Chit Fund: এখনও উঠে আসছে নতুন নতুন চিটফান্ড কোম্পানির নাম, কী হবে আমানতকারীদের?

Last Updated:

তালুকদার কমিটির কাছে কত চিটফান্ড মামলা ঝুলে এবং বাকি কত মামলা হাইকোর্টে বিচারাধীন সেই সংক্রান্ত তথ্য সোমবারের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে৷

 #কলকাতা: হাইকোর্টের  মামলার (Kolkata High Court) নথি অনুযায়ী ১৮০ থেকে ১৮২ চিটফান্ড কোম্পানির দ্বারা প্রতারিত হয়েছেন রাজ্যের কয়েক লক্ষ মানুষ। প্রত্যেকের প্রতারণার টাকা ফেরতের অঙ্ক জুড়লে সংখ্যাটা দাঁড়ায় ১ লক্ষ কোটির কাছাকাছি। শুধু রোজভ্যালিতেই(Rose Valley) টাকা ফেরতের আবেদন প্রায় ৩৮০০০ কোটি টাকার। সারদার(Sarada) ১২০০-১৪০০ কোটি টাকার। পৈলান চিটফান্ডের(Pailan) টাকা ফেরতের আবেদন ৫০০ কোটি টাকার। অ্যালকেমিস্ট (Alchemist) কয়েক হাজার কোটির মত। মামলার পাহাড়ে চিটফান্ড (Chit Fund) আবেদনের শুনানির জন্য বিশেষ ডিভিশন বেঞ্চ গড়ে দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর । টাকা ফেরতের প্রক্রিয়া মসৃণ করতে হাইকোর্ট গড়ে দেয় অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার কমিটি। তালুকদার কমিটি এই মূহুর্তে ৫৪ চিটফান্ডের টাকা ফেরতের প্রক্রিয়া দেখভালে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ কমিটির।
তালুকদার কমিটি কিছু টাকা ফিরিয়েছে অ্যালকেমিস্ট,ভিবজিওর চিটফান্ডের। এমপিএসের সম্পতি নিলামের বন্দোবস্তও করেছে।বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ বরাবর চিটফান্ড মামলার শুনানি করে এসেছেন। বিচারপতি বাগচি অন্ধ্রপ্রদেশে বদলি হন বেশ কিছুদিন আগে। তারপর থেকে চিটফান্ড মামলার শুনানি কার্যত বন্ধ। মাঝে কোভিড পরিস্থিতি  টাকা ফেরতের প্রক্রিয়াকে আরও দীর্ঘায়িত করে।সেই অবস্থায় আমানতকারীদের আবেদনের প্রেক্ষিতে শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জানান, সব চিটফান্ড মামলার যাবতীয় আবেদনের শুনানি হবে তাঁর ডিভিশন বেঞ্চে । মূলতঃ টাকা ফেরতের আবেদন নিয়ে করা মামলাই বেশি। সঙ্গে রয়েছে জামিনের আবেদন, সব মামলাই শোনা হবে ডিভিশন বেঞ্চে। তালুকদার কমিটির কাছে কত চিটফান্ড মামলা ঝুলে এবং বাকি কত মামলা হাইকোর্টে বিচারাধীন সেই সংক্রান্ত  তথ্য সোমবারের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। হাইকোর্টের নির্দেশমত তথ্য তুলে ধরা হবে সোমবার, জানিয়েছেন আমানতকারীদের আইনজীবী অরিন্দম দাস।
advertisement
আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানাচ্ছেন, সব মামলার একযোগে একই ডিভিশন বেঞ্চে শুনানি হলে টাকা ফেরতের প্রক্রিয়া দ্রুত হবে। উল্লেখ্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শুক্রবার ছিল সারদার অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের জামিন সংক্রান্ত আবেদনের শুনানি। এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান, চিটফান্ডের ফৌজদারি মামলার শুনানিও হবে একই ডিভিশন বেঞ্চে। নারদা পর চিটফান্ডের মামলাতেও দুই রকমের মামলার বিচার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। এটিও তাৎপর্যপূর্ণ বলে মত মামলার সঙ্গে যুক্ত আইনজীবী অরিন্দম দাসের। সম্প্রতি বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ পৈলান চিটফান্ডের মামলার পর্যবেক্ষণে জানায়, পৈলান চিটফান্ডের আমানতকারীদের আবেদন মত ৫০০ কোটির প্রতারনা অঙ্ক। এই অঙ্কের ৮০% অর্থাৎ ৪০০কোটি টাকা জমা করলে তবেই চিটফান্ড কর্তার মিলবে জামিন।
advertisement
advertisement
এমন কড়া পর্যবেক্ষণের পর টাকা ফেরত পাওয়া নিয়ে আরও আশাবাদী হয়ে ওঠেন লক্ষ লক্ষ আমানতকারী। ইতিমধ্যে অ্যালকেমিস্ট, ভিবজিওর চিটফান্ড তালুকদার কমিটির মাধ্যমে টাকা ফেরাতে শুরু করেছে।আলকেমিস্ট ১৫-২০ কোটি ফিরিয়েছে। আর ভিবজিওর ৫০০০ টাকা পর্যন্ত রাখা আমানত ফেরত দিচ্ছে প্রতিদিন ১০০ জনের। কার্যত লকডাউনে সেই প্রক্রিয়া থমকে। তবে রোজ শুনানি হলে আমানতকারীদের টাকা পাওয়ার আশা আরও বাড়বে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Chit Fund: এখনও উঠে আসছে নতুন নতুন চিটফান্ড কোম্পানির নাম, কী হবে আমানতকারীদের?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement