#বারাসত: শুনানি শেষ। মনুয়া মামলার রায় স্থগিত রাখল বারাসত ফাস্ট ট্র্যাক কোর্ট ৷ মামলার পরবর্তী দিন নির্ধারণ হয়েছে ২৫ জুলাই ৷ ওই দিনই রায় ঘোষণা করতে পারে আদালত ৷ সরাসরি খুনে যুক্ত না থাকলেও, ঠান্ডা মাথায় খুনের ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে মনুযার বিরুদ্ধে ৷ অনুপম সিংহের স্ত্রী মনুয়ার কী সাজা হয়, সেদিকে তাকিয়ে নিহতের পরিবার ও বন্ধুরা।
২০১৭ সালের ২ মে নিজের বাড়িতে খুন হন ট্রাভেল সংস্থায় কর্মরত অনুপম সিংহ। মাথায় ভারী অস্ত্র দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছিল বলে জানা যায় ময়নাতদন্তে। নিহতের স্ত্রী মনুয়ার ফোনের কল ডিটেলস থেকে মেলে তথ্য।
অভিযোগ ওঠে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিকের সঙ্গে চক্রান্ত করে স্বামী অনুপমকে খুন করিয়েছেন স্ত্রী মনুয়া । প্রাথমিক তদন্তের ভিত্তিতে খুনের তেরো দিনের মাথায় বারাসাত থেকে মনুয়া মজুমদার ও তাঁর প্রেমিক অজিত ওরফে বুবাইকে গ্রেপ্তার করে উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশ । দুজনের বিরুদ্ধেই ৩০২, ১২০(বি) ধারায় মামলা রুজু হয় ও দেওয়া হয় চার্জশিট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Extra Marital Affaire, Husband Murdered, Manua Case, Manua Case Verdict