#বারাসত: শুনানি শেষ। আজই মনুয়া মামলার রায় ঘোষণার সম্ভাবনা বারাসতের ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্টে। সরাসরি খুনে যুক্ত না থাকলেও, অনুপম সিংহের স্ত্রী মনুয়ার কী সাজা হয়, সেদিকে তাকিয়ে নিহতের পরিবার ও বন্ধুরা।
২০১৭ সালের ২ মে নিজের বাড়িতে খুন হন ট্রাভেল সংস্থায় কর্মরত অনুপম সিংহ। মাথায় ভারী অস্ত্র দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছিল বলে জানা যায় ময়নাতদন্তে। নিহতের স্ত্রী মনুয়ার ফোনের কল ডিটেলস থেকে মেলে তথ্য।
অভিযোগ ওঠে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিকের সঙ্গে চক্রান্ত করে স্বামী অনুপমকে খুন করিয়েছেন স্ত্রী মনুয়া । প্রাথমিক তদন্তের ভিত্তিতে খুনের তেরো দিনের মাথায় বারাসাত থেকে মনুয়া মজুমদার ও তাঁর প্রেমিক অজিত ওরফে বুবাইকে গ্রেপ্তার করে উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশ । দুজনের বিরুদ্ধেই ৩০২, ১২০(বি) ধারায় মামলা রুজু হয় ও দেওয়া হয় চার্জশিট।